বাংলাদেশ 'এ' দল

কায়েসের সামনে অসহায় এনামুল-ইমরুলরা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:26 রবিবার, 07 জুলাই, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

তৃতীয় দিন শেষে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে ১৬৬ রানে এগিয়ে আছে বাংলাদেশ 'এ' দল। আগের দিন পাঁচ উইকেটে ১৩৫ রানে ব্যাটিং করা আফগানরা নিজেদের প্রথম ইনিংসে থেমেছে ২৫৭ রানে।

আফসার জাজাই এবং কায়েস আহমেদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহই করেছেন আফগানরা। আফসার করেন ৪৫ রান। কায়েসের ব্যাটে আসে অপরাজিত ৪৬ রান।

মাঝে ৩১ রান এসেছে শারাফউদ্দিন আশরাফের ব্যাট থেকে। বাংলাদেশ 'এ' দলের বোলারদের মধ্যএ তিনটি করে উইকেট পেয়েছেন সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি এবং তানবির হায়দার।

চার রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তেমন ভালো খেলতে পারেনি বিজয়-ইমরুলরা। দিনশেষে তাঁরা থেমেছে নয় উইকেটে ১৭০ রান করে।

দলীয় ৩৮ রানের মধ্যেই তিন উইকেট হারিয়েছে 'এ' দল। নাইম শেখ (১), জাকির হাসান (৭) ও রকিবুল হাসান (৬) একেবারেই থিতু হতে পারেননি উইকেটে।

এরপর ইমরুল কায়েসের ৩৪, এনামুল হক বিজয়ের ২৩, আফিফ হোসেনের ৪১, তানবির হায়দারের ১৫ এবং সানজামুল ইসলামের ২১ রানের কল্যাণে এমন সংগ্রহ পেয়েছে তাঁরা।

আগামীকাল নতুন দিন শুরু করবেন শুন্য রানে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান সুমন খান এবং সালাউদ্দিন শাকিল। ব্যাটিংয়ে ৪৬ রান করার পর আফগানদের হয়ে এদিন একাই ছয় উইকেট তুলে নিয়েছেন কায়েস আহমেদ।

প্রথম ইনিংসে বিজয়ের সেঞ্চুরিতে ২৫৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ 'এ' দল।

সংক্ষিপ্ত স্কোরঃ-
বাংলাদেশ 'এ' দল (প্রথম ইনিংস): ২৫৩/১০  (৭৮.৩ ওভার)
(বিজয় ১২১*, আফিফ ৫০; ইয়ামিন ৩/৫৭, কায়েস ৩/৮০)
আফগানিস্তান 'এ' দল (প্রথম ইনিংস): ১৩৫/৫ (৪১ ওভার)
(কায়েস ৪৬*, আফসার ৪৫; তানবির ৩/৩১, রাব্বি ৩/৪৭)
বাংলাদেশ 'এ' দল (দ্বিতীয় ইনিংস): ১৭০/৯  (৫৭ ওভার)
(আফিফ ৪১, ইমরুল ৩৪; কায়েস ৬/৬২)