বিশ্বকাপ ২০১৯

বিশ্বকাপ নাকি বৃষ্টির আসর!

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 12:27 বুধবার, 12 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি ইংল্যান্ড বিশ্বকাপ কে যদি বৃষ্টিকাপ বলা হয় তাহলে ভুল হবে না। কারণ এখন পর্যন্ত বেশ কয়েকটি ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে নয় বৃষ্টির বিপক্ষে লড়াই করতে দেখা গিয়েছে অংশগ্রহণকারী দলগুলোকে।

এবারের আসরে এই নিয়ে ৩টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটিও।

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচের ২ পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের কাছে। কিন্তু মঙ্গলবার বৃষ্টিতে ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাশরাফি বিন মর্তুজার দলকে।

শুধু বাংলাদেশকেই এই বাজে অবস্থার মুখে যে পড়তে হয়েছে তা নয়, দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজদের মধ্যকার ম্যাচ এবং পাকিস্তান-শ্রীলংকার ম্যাচেও একই চিত্র দেখা গিয়েছে।

বিশ্বকাপের মত আসরে রিজার্ভ ডে না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস। অবশ্য আইসিসির দাবি টুর্নামেন্টের  দৈর্ঘ্যের কথা চিন্তা করেই রিজার্ভ ডে রাখেন নি তাঁরা।

'আমরা চাঁদে মানুষ পাঠাতে পারি অথচ আমরা রিজার্ভ ডে রাখতে পারি না! এটি একটি বড় আসর। এই আসরে খেলা চারদিকে ছড়িয়ে পড়ছে। তাই আমার মনে হয় খেলা না হলে সেটা দর্শকের জন্যেও হতাশার।

'যৌক্তিকভাবে বৃষ্টি আসরের আয়োজকদের মাথা ব্যাথার কারণ। আমি জানি এটা কঠিন (রিজার্ভ ডে রাখা)। ম্যাচের মাঝে আমাদের সময় আছে। খেলার পর আবার আমাদের পরবর্তী ভেন্যুতে যেতে হয়' স্টিভ রোডস।

'বিশ্বকাপে প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখলে টুর্নামেন্টের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং ফলে এটা আয়োজন করা অনেক জটিল হয়ে যাবে। এর সাথে পিচ তৈরি, দলগুলোর তত্ত্বাবধান, ভেন্যু পাওয়া, টুর্নামেন্টের কর্মচারী, স্বেচ্ছাসেবক, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচার সরবরাহকারী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণকারী দর্শকদের ম্যাচে থাকার সাথে প্রভাব রয়েছে। রিজার্ভ ডেতে যে বৃষ্টি হবে না তার কোনো নিশ্চয়তা নেই' আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানিয়েছেন।

এদিকে বুধবার টনটনে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচেও বড় সম্ভবনা রয়েছে বৃষ্টির। আবহাওয়ার পূর্বাভাস বলছে ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। এমনকি পন্ড হতে পারে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।

১৯৯৯ সালেও বিশ্বকাপ ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। সেবার বিশ্বকাপে ১২ দল অংশ নিলেও রিজার্ভ ডে রেখেছিল আইসিসি। কিন্তু এবার দশ দলের টুর্নামেন্টে রিজার্ভ ডে না থাকায় বড় বিপদে পড়তে হচ্ছে বাংলাদেশের মত দলগুলোকে।

শ্রীলংকার বিপক্ষে মাত্র ১ পয়েন্ট পাওয়ায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো নক আউট ম্যাচ হয়ে দাঁড়িয়েছে টাইগারদের জন্য। হাতে থাকা ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জিততে হবে এখন তাঁদের।  

বিশ্বকাপ শুরুর আগে একই কারণে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল। এছাড়া ভবিষ্যতের ম্যাচগুলোতেও বৃষ্টি বাঁধার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় এবারের বিশ্বকাপকে বৃষ্টির আসর বললে ভুল হবে না।