বিশ্বকাপ

নিজ দেশে পরবাসী হয়ে প্রস্তুত ইংল্যান্ড!

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 15:19 শুক্রবার, 07 জুন, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডে দ্বাদশ ব্যক্তির ভূমিকা পালন করছে টাইগার সমর্থকরা। লন্ডনের কেনিংটন ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচে টাইগার সমর্থকদের গর্জনে মুখরিত ছিল স্টেডিয়াম।

সেই ম্যাচে বাঙালি সমর্থকরা রীতিমতো চাপে ফেলে দিয়েছিল কিউইদের। দলের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর যখন ব্যাট করছিলেন এক পর্যায়ে তাঁর কাছে মনে হয়েছে তিনি বাংলাদেশের ঢাকায় বা চিটাগংয়ে খেলছেন!

'ম্যাচটি যেকোনো দিকে যেতে পারত। আমি যখন ব্যাটিং করছিলাম তখন আমার মনে হয়েছে ঢাকা বা চিটাগংয়ে খেলছি।

'শেষদিকে আমরা চাপে ছিলাম। কিন্তু আবারো বলছি, বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। সঙ্গে তাঁদের বিশাল সংখ্যক সমর্থকদেরও। সমর্থকরাও আমাদের চাপে রেখেছিল।'; ম্যাচ শেষে বলেছিলেন টেইলর। 

শুধু লন্ডন নয়, কার্ডিফ বা ইংল্যান্ডের যেকোনো জায়গাতেই আছে ভালো সংখ্যক প্রবাসী। টাইগারদের খেলা দেখতে শত মাইল পাড়ি দিয়েও আসেন অনেকে। 

শনিবারে কার্ডিফে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। নিজ দেশেও যেন পরবাসী ইংল্যান্ড! টাইগার সমর্থকদের গর্জনের কথা স্মরণে আছে তাঁদেরও।

দর্শকদের গর্জনের সামনে স্নায়ুর পরীক্ষা দিতে হবে ইয়ন মরগানের দলকে। বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত হলেও প্রস্তুত স্বাগতিক ইংল্যান্ড। দলের পেসার লিয়াম প্ল্যাঙ্কেট মিডিয়ার সামনে জানান,

'আমরা বড় আসরে আগেও খেলেছি। দলের সবাই সারাবিশ্বে খেলেছে। আইপিএল এবং বিগ ব্যাশে অনেক দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা আছে তাঁদের। তাই এখানে খেলাটা কঠিন কিছু নয়।

এদিকে বাংলাদেশ দল যখনই বিদেশে খেলতে যায় তখনই প্রবাসীদের সঙ্গে সখ্যতা গড়ে উঠে তাঁদের। দল যেখানেই যায় সেখানকার প্রবাসীদের প্রতি তাঁদের অনুরোধ থাকে মাঠে এসে খেলা দেখার জন্য। 

এই বিশ্বকাপেও ব্যতিক্রম হচ্ছে না এগুলোর। যেখানেই যাচ্ছেন মাশরাফিরা, প্রবাসীদের আহ্বান করছেন সক্রিয় সমর্থন করার জন্যে।