Connect with us

বিশ্বকাপ ২০১৯

মুস্তাফিজ পুরনো বলে বেশি কার্যকরঃ মাশরাফি


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবি- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজুর রহমানকে শেষের দিকে বোলিং দেয়ার কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই ম্যাচে  মুস্তাফিজকে দিয়ে চতুর্থ ওভারটি করানোর পর দীর্ঘ বিরতি দিয়ে তাঁকে শেষের দিকে ফিরিয়ে এনেছিলেন মাশরাফি। 

পুরনো বলে মুস্তাফিজের পারদর্শীতার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনে। মাশরাফির বিশ্বাস ছিল ডেথ বোলার হিসেবে দলকে সাফল্য এনে দিতে পারবেন মুস্তাফিজ। মাশরাফি বলেছেন, 


'মুস্তাফিজকে পুরনো বলে যত বেশি বল করানো হতো সে আরো বেশি কার্যকর ভূমিকা রাখতে পারতো। শেষ ম্যাচেও একই কাজ করেছে সে। ও আমাদের স্ট্রাইক বোলার অবশ্যই। শেষের দিকে যেকোনো কিছুই হতে পারতো। ১৬ রাণ যখন দরকার ছিল তখন দুই বলে দুটি উইকেট পরতে পারতো, বিশেষ করে মুস্তাফিজের ক্ষেত্রে। এর আগেও সে অনেকবার এই কাজ করেছে। তবে এবার সেটি হয়নি। হয়তো এবার ভাগ্য সহায়তা করেনি, তবে পরবর্তী ম্যাচে হয়তো করতে পারে।'  


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগের ম্যাচে প্রথম চার ওভারে কোনও উইকেট না পেলেও দ্বিতীয় স্পেলে এসে তিন উইকেট তুলে নিয়েছিলেন মুস্তাফিজ। এই কারণে দ্বিতীয় ম্যাচেও সেই ভাবনা ছিল তাঁর। একই পরিকল্পনা নিয়ে এই ম্যাচেও খেলতে চেয়েছিলেন তিনি,   

'মুস্তাফিজকে যখন পুনরায় বল দেয়া হয়েছিল......আমরা মনে করেছিলাম তাঁর জন্য পুরনো বল আরো বেশি কার্যকর হবে। এটাই আসলে মূল পরিকল্পনা ছিল। এমনকি যদি প্রথম ম্যাচের দিকে খেয়াল করেন সে যখন প্রথম ৪ ওভার বোলিং করেছিল তার থেকেও বেশি কার্যকর ছিল দ্বিতীয় স্পেলে। সে ৩ উইকেট পেয়েছিল তখন। এটাই ছিল পরিকল্পনা,' বলেন মাশরাফি।  

সাকিব আল হাসানকে দীর্ঘ স্পেল করানো প্রসঙ্গেও ব্যাখ্যা দিয়েছেন মাশরাফি। পঞ্চম ওভারে সাকিবের হাতে প্রথম বল তুলে দিয়েছিলেন বাংলাদেশ কাপ্তান। পরবর্তীতে সাকিবকে দিয়ে টানা ৭ ওভার করান তিনি। ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের কারণে এই কাজটি করেছেন উল্লেখ করে মাশরাফি বলেছেন, 

'সাকিবকে বোলিংয়ে আনা হয়েছিল কারণ ডানহাতি ব্যাটসম্যান ক্রিজে ছিল এবং নতুন বল কিছুটা গ্রিপ করে। আমরা ভেবেছিলাম যে বল গ্রিপ করবে এবং সাকিব সেটি ভালোভাবে করতে পারবে আর অবশ্যই সেটি আমাদের ব্রেক থ্রু এনে দিবে। আমরা চাইছিলাম রস টেইলর কিংবা উইলিয়ামসনের একজনকে আউট করতে। তাহলে আমরা খেলার মধ্যে থাকতে পারতাম। এই কারণে সাকিব দীর্ঘ স্পেলে বোলিং করেছে। আমাদের একটি উইকেট অনেক প্রয়োজন ছিল সেই নির্দিষ্ট সময়ে। সাকিবের কাছ থেকে এই সুযোগটি পাওয়া যেত।'

সর্বশেষ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

মেয়েদের আইপিএলে দল পেলেন না মারুফা-রাবেয়া

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

ক্যাম্ফারকে মারতে যাওয়ায় ২ ম্যাচ নিষিদ্ধ রাজা

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের যুবাদের

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

প্রথম বহরে ১৪ জনকে নিয়ে রাতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘টেস্টে উন্নতি করতে আসিনি, জিততে এসেছি’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘যখনই কাউকে শাস্তি দিয়েছি, দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

৭১ টিভির বিরুদ্ধে মুশফিকের লিগ্যাল নোটিশ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

সাউথ আফ্রিকায় ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

ভারত সিরিজে আবারও ধাক্কা খেল সাউথ আফ্রিকা

আর্কাইভ