বিশ্বকাপ ২০১৯

অর্জন শুধু টপ অর্ডারের ধারবাহিকতা

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 01:18 বুধবার, 29 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

তামিম ইকবাল নেই। স্বাভাবিক ভাবে ওপেনিংয়ের গুরু দায়িত্ব সৌম্য সরকার ও লিটন দাসের কাঁধে এসে বর্তায়। দায়িত্ব আবার সুযোগও বটে। বিশ্বকাপের মূল ম্যাচ তামিমের সঙ্গী হিসেবে একাদশে জায়গা করে নেয়ার সুযোগ। 

ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন লিটন দাস। শুরুটা এনে দিয়েছিলেন সৌম্য সরকার। ৯৫ রানের বড় ব্যবধানে হারের দিনে লিটন ও সৌম্যর প্রথম উইকেটে ৪৯ রানের পার্টনারশিপিই একমাত্র ইতিবাচক দিক।

'আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করে অলছে। সৌম্য বেশ কিছু ফিফটি হাঁকিয়েছে। আমাদের টপ অর্ডার নিয়মিত রান করুক, এটাই চাইব,' ম্যাচ শেষে বলেছেন মাশরাফি বিন মুর্তজা। 

তবে কার্ডিফে দিনটা মোটেও ভালো যায়নি বাংলাদেশের। টসে জিতে আগে বোলিং করে ভালো শুরু করলেও মিডেল ওভারে ছন্নছাড়া বোলিং করে খেই হারিয়েছে বাংলাদেশ। কেএল রাহুল ও এমএস ধোনির সেঞ্চুরিতে ৩৫৯ রান করে ভারত।

জবাবে লিটন দাস ও মুশফিকুর রহিম রানের দেখা পেয়েছে। লিটন ৭৩ ও মুশফিক ৯০ রান করে প্রস্তুতি সেরেছে। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৬৪ রানে অল আউট হয় বাংলাদেশ।