বিশ্বকাপ ২০১৯

প্রস্তুত 'বোলার' রিয়াদ

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 13:43 সোমবার, 27 মে, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

কাঁধে চোট থাকলেও বোলিং করতে সমস্যা হচ্ছে না মাহমুদুল্লাহ রিয়াদের। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাঁর বোলিং করার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা হয় নি। তবে বিশ্বকাপ চলাকালীন তাঁর থেকে বোলিং সার্ভিস পাওয়ার ব্যাপারে আশাবাদী হেড কোচ স্টিভ রোডস।  

কাঁধে ইনজুরি থাকার কারণে বোলিং করতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিং স্বাচ্ছন্দ্যে করলেও বিশ্বকাপে তাঁর কাছ থেকে বোলিং পাওয়া যাবে কিনা সেটা নিয়ে ছিল সংশয়।

এমনকি শোনা যাচ্ছিলো বিশ্বকাপের পর অস্ত্রোপচারও লাগতে পারে তাঁর। কিন্তু সব সংশয় উড়িয়ে দিয়ে কোচ জানালেন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন রিয়াদ। নেটে ৩ ওভার বোলিং প্র্যাক্টিসও করেছেন তিনি।

‘আমরা আশা করেছিলাম এই ম্যাচে সে বোলিং করবে। এটা তো আর হলো না। তবে আশাবাদী, বিশ্বকাপের শুরুর দিকেই তার বোলিংটা আমরা পাব। দলের ভারসাম্য আনতে এটা হয়তো কিছুটা কাজে দেবে। 

'মাহমুদুল্লাহ এমনই এক খেলোয়াড় ভালো অবস্থানে যেতে তার খুব বেশি সময় লাগে না। আশা করি দ্রুতই আমাদের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

চলতি বছর নিউজিল্যান্ড সিরিজে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পরেন মাহমুদুল্লাহ। এরপর সেই চোট নিয়ে আর বোলিং না করলেও খেলা চালিয়ে গিয়েছেন ঠিকই। বিসিবি চিকিৎসকের অধীনে থেকে এখন পুরোপুরি ফিট হয়ে উঠছেন।