promotional_ad

ডেথ ওভারের সেরা বোলার সাইফউদ্দিনঃ মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার চোখে বর্তমানে ডেথ বোলিংয়ে দলের সেরা বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। সম্প্রতি বল হাতে শেষের দিকে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে অধিনায়কের আস্থা কুড়িয়েছেন ২২ বছর বয়সী এই ডানহাতি পেসার।


সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে ডেথ ওভারে নিজের সামর্থ্য দেখিয়েছেন সাইফউদ্দিন। উইন্ডিজদের বিপক্ষে প্রথম দেখায় শুরু দিকে ৭ ওভারে ৩৬ রান দিয়েছিলেন তিনি। শেষ দশ ওভারে বল করতে এসে ৩ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন মাত্র ১১ রান এবং তুলে নিয়েছেন দুটি উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত ছিলেন বোলার সাইফউদ্দিন। শেষ দশ ওভারে চার ওভার বোলিং করে ২৪ রান দিয়ে তুলে নিয়েছিলেন দুটি উইকেট।


promotional_ad

ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও দারুণ বোলিং করেছেন সাইফউদ্দিন। ইয়র্কার, স্লোয়ার, বাউন্স...বোলিং এসব বৈচিত্র্য এনে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের চেয়ে ডেথ ওভারের কার্যকরী বোলার হয়ে উঠেছেন তিনি।  


'সাইফউদ্দিন অসাধারণ ডেথ বোলিং করছে। এখন মুস্তাফিজের চেয়েও অনেক ভালো ডেথ বোলিং করছে। বিশেষ করে সব কন্ডিশনেই এখন,' ইত্তেফাককে দেয়া সাক্ষাৎকারে বলেছেন টাইগার কাপ্তান মাশরাফি।


ইংল্যান্ড বিশ্বকাপেও ডেথ ওভারের দায়িত্ব সাইফউদ্দিনের হাতেই তুলে দিবেন কাপ্তান মাশরাফি। আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball