promotional_ad

গেইলের বিশ্বকাপ ভাবনা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্ব ক্রিকেটের অন্যতম মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল মনে করেন তাঁর প্রমাণ করার কিছু বাকি নেই। বিশ্বকাপের পরপরই অবসরে যাবেন তিনি। এর আগে শিরোপা ঘরে তোলার লক্ষ্যেই ইংল্যান্ড বিশ্বকাপে মাঠে নামবেন উইন্ডিজ বাঁহাতি এই ব্যাটসম্যান।


দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন গেইল। ২৮৯ ওয়ানডে খেলেছেন তিনি, যেখানে দশ হাজারেরও বেশি রান রয়েছে তাঁর নামের পাশে। ২৫ শতক এবং ৫১ অর্ধশতক হাঁকিয়েছেন নিজের ওয়ানডে ক্যারিয়ারে। ২০১৫ বিশ্বকাপে ২১৫ রানের ইনিংস খেলেছেন তিনি, যা উইন্ডিজ ক্রিকেট ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ।


promotional_ad

ব্যাটিং ধারাবাহিকতায় দলের অন্যতম নিয়মিত সদস্য ছিলেন এই ব্যাটসম্যান। ইতিমধ্যে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপের সবেচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তিনি। ক্রিকেট ক্যারিয়ারের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে থাকা গেইল জানেন তাঁর প্রমাণ করার কিছুই বাকি নেই। তাঁর সামর্থ্য সম্পর্কে বিশ্ব ক্রিকেট অবগত। এখন শুধু একটাই লক্ষ্য তাঁর, বিশ্বকাপের শিরোপা জিতে নিজেকে স্মরণীয় করে রাখা। 


'প্রমাণ করার কিছুই নেই, এখন শুধু চাওয়া বিশ্বকাপ জেতা। এটাই আমার একমাত্র লক্ষ্য। ইংল্যান্ডে ভালো খেলে সমর্থকদের মুখে হাসি ফোটানো এবং লর্ডসে শিরোপা উঁচিয়ে ধরা। এটা ক্রিকেটের সবচেয়ে বড় আসর এবং সকলে এর দিকেই চেয়ে আছে। দলের সকলেই কঠোর পরিশ্রম করছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামতে প্রস্তুত আমরা,' বলেছেন এবারের বিশ্বকাপে উইন্ডিজ দলের সহ অধিনায়ক গেইল।


শুধু গেইল নন, বিশ্বকাপ জেতার জন্য মরিয়া হয়ে আছে পুরো উইন্ডিজ দল। ১৯৭৫ এবং ১৯৭৯ সালে ক্লাইভ লয়েড এবং ভিভ রিচার্ডসের অধীনে টানা দুই বিশ্বকাপ জেতার পর এখনও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ক্যারিবিয়ানদয়ের।


৩০ তারিখ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে এবার শিরোপার স্বপ্নি দেখছে দলটি। আসরে নিজেদের প্রথম ম্যাচে ৩১ মে পাকিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে জেসন হোল্ডার, ক্রিস গেইল, আন্দ্রে রাসেলরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball