বিশ্বকাপে ৫০০ রান করবে অস্ট্রেলিয়াঃ গিলক্রিস্ট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ভেঙ্গে যাবে, বিশ্বাস অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের। তাঁর মতে, এবারের বিশ্বকাপে ৫০০ রান অতিক্রম করার সামর্থ্য আছে অজিদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৮ সালে ছয় উইকেটে ৪৮১ রান করেছিল ইংল্যান্ড। সে রেকর্ড এই বিশ্বকাপেই ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা দেখছেন অস্ট্রেলিয়ান সাবেক এই তারকা। ব্যাটিং সহায়ক উইকেট, ফাস্ট আউটফিল্ড, পাওয়ার প্লে সব কিছু মিলিয়ে ব্যাটসম্যানদের অনুকূলেই রয়েছে আসন্ন বিশ্বকাপে।

সাথে রয়েছে ব্যাটসম্যানদের মারকাটারি মানসিকতা। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলদের নিয়ে গড়া অজি দল এই বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়বে, মনে করেন অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপ খেলা গিলক্রিস্ট।
'আমার মনে হয় এটা অবশ্যই হবে (৫০০ রান)। সেখানে কিছু মাঠের আকার এবং ফাস্ট আউটফিল্ডের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের গড়া সর্বোচ্চ রানের রেকর্ডটি ভেঙ্গে যাবে। এখনকার দিনের ব্যাটসম্যানদের মাঝে টি-টুয়েন্টি মেজাজে ব্যাটিং করার মানসিকতা কাজ করে। পাওয়ার প্লে'তে ফিল্ডিংয়ের নিয়ম, সব কিছুই ব্যাটসম্যানদের পক্ষে।
'তাই আমি মনে করি এবার অনেক বড় স্কোর হবে। যদি অস্ট্রেলিয়া টুর্নামেন্টে ভালো একটি দল নিয়ে যায় এবং আত্মবিশ্বাসী থাকে তাহলে ৫০০ রান না করার কোন কারণ দেখি না।'
সম্প্রতি ইংলিশ ফাস্ট বোলার মার্ক উডও বিশ্বকাপে ৫০০ রানের লক্ষ্য তাড়া করার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন,
'আমাদের ওয়ানডে দলের জন্য ৫০০ রানের লক্ষ্য কঠিন নয় এবং এটি অতিক্রম করা বাস্তবসম্মত। ৩৫০ কিংবা ৪০০ রান খুব সহজেই তাড়া করা যায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা বড় লক্ষ্য তাড়া করতে সক্ষম, সেটি প্রতিপক্ষ যত বড় লক্ষ্যই দাঁড়া করাক না কেন।'