বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা সম্পর্কে কুম্বলের ভবিষ্যতবাণী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে মনে করেন, ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা চারে জায়গা করে নেয়ার সম্ভাবনা ক্ষীণ। সম্প্রতি সময়ে বাংলাদেশ দুর্দান্ত পারফর্মেন্স দেখালেও অধারাবাহিক পারফর্মেন্স তাদের বাঁধা হয়ে দাঁড়াবে।

ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অঘটন সচরাচরই ঘটাচ্ছে টাইগাররা। ২০১৫ বিশ্বকাপে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল তাঁরা। কিন্তু এবারের বিশ্বকাপে অঘটন নয়, সেমিফাইনালে জায়গা পেতে হলে বাংলাদেশকে হতে হবে ধারাবাহিক। রাউন্ড রবিন পদ্ধতির এই আসরে খেলতে হবে প্রতিটি দলের বিপক্ষে। ৯ ম্যাচের মধ্যে কমপক্ষে পাঁচটি জয় নিশ্চিত করতে হবে তাদের।
যে কারণে পুরো আসর জুড়ে ধারাবাহিক ভালো পারফর্মেন্সের বিকল্প নেই টাইগারদের সামনে। কুম্বলের দৃষ্টিতে, ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার ধারাবাহিকতার ঘাটতি রয়েছে বাংলাদেশের।
'সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ধারাবাহিকতার অভাব একটি বড় ইস্যু। এই ধরণের টুর্নামেন্টে আমি বলতে পারি যে ওয়েস্ট ইন্ডিজ সম্ভবত শীর্ষ চারে যেতে পারে, কিন্তু বাংলাদেশের যে ধারাবাহিকতার অভাব রয়েছে তাতে করে তাদের জন্য বেশ কঠিন হবে সেমিফাইনালে খেলা। আমি মনে করি না যে তারা সেখানে খেলতে পারবে।'
কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিক বাংলাদেশকে দেখতে পাচ্ছে ক্রিকেট বিশ্ব। ঘরে এবং ঘরের বাইরে সমান তালে পারফর্ম করে যাচ্ছেন তাঁরা। সদ্য সমাপ্ত হওয়া ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থেকেই শিরোপা জয় করেছিল টাইগাররা। বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে কুম্বলের ভবিষ্যতবাণী সত্যি হয় কিনা, সেটাই দেখার বিষয়।