ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মাশরাফি
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে দলের সাথে যোগ দিতে বাংলাদেশ ছেড়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
সেখানে পৌঁছে বৃহস্পতিবার বিশ্বকাপে অংশ নেয়া সকল দলের অধিনায়ককে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে কার্ডিফে যাত্রা করবেন তিনি।

ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয় করে দেশে ফিরেছিলেন অধিনায়ক মাশরাফি। প্রায় দেড় মাসের বিশ্বকাপ, লম্বা এই সময়ে দেশের বাইরে থাকবেন তিনি। এর আগে পরিবারের সাথে কিছু সময় অতিবাহিত করার জন্যই দেশে এসেছিলেন তিনি।
ডাবলিন থেকে মাশরাফির সঙ্গে একই ফ্লাইটে উঠেছিলেন সতীর্থ ওপেনার তামিম ইকবালও। পরিবারের সঙ্গে সময় কাটাতে ফিরেছিলেন তিনিও।
কার্ডিফে দলের সঙ্গে যোগ দিবেন তামিম। এদিকে মাশরাফির পাশাপাশি ঢাকার পথ ধরেছিলেন বিশ্বকাপ দলে না থাকা চার ক্রিকেটার- তাসকিন আহমেদ, ইয়াসির আলি রাব্বি, ফরহাদ রেজা এবং নাঈম হাসান।