বিশ্বকাপ

বিশ্বকাপে সর্বোচ্চ অর্ধশতকের মালিক যারা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:54 শনিবার, 18 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক অর্ধশতক হাঁকিয়েছেন ভারতীয় কিংবদন্তী ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। নিজের ক্যারিয়ারে খেলা ছয় বিশ্বকাপে সব মিলিয়ে ১৫ টি অর্ধশতক হাঁকিয়েছেন ভারতের লিটল মাস্টার খ্যাত এই ক্রিকেটার।

অর্ধশতকের পাশাপাশি সবচেয়ে বেশি শতকও হাঁকিয়েছেন তিনি। বিশ্বকাপে তাঁর হাঁকানো শতকের সংখ্যা ছয়টি। বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক অর্ধশতক হাঁকানোর তালিকায় দুইয়ে আছেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

১৯৯৬ থেকে ২০১১- এই সময়ে খেলা পাঁচ বিশ্বকাপে ক্যালিস অর্ধশতক হাঁকিয়েছেন নয়টি। তালিকায় তিনে আছেন আরেক সাবেক প্রোটিয়া ক্রিকেটার, হার্শেল গিবস।

তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি। বিশ্বকাপে ২৫ টি ম্যাচ খেলে করেছেন আটটি অর্ধশতক। তালিকায় চার নম্বরে আছেন সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

বিশ্বকাপে তাঁর হাঁকানো অর্ধশতকের সংখ্যা সাতটি। দেশের পোশাকে চারটি বিশ্বকাপ খেলেছেন সাবেক লকান এই উইকেটরক্ষক।

এই তালিকার পাঁচ নম্বরে আছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। ১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত খেলা পাঁচ বিশ্বকাপে মোট ছয়টি অর্ধশতক হাঁকিয়েছেন কিংবদন্তী এই অজি ক্রিকেটার।