বিশ্বকাপ
বিশ্বকাপে যাচ্ছেন রাজ্জাক

|| ডেস্ক রিপোর্ট ||
৩০ মে থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশেষ দূত হিসেবে যাচ্ছেন বাংলাদেশি স্পিনার আব্দুর রাজ্জাক।
বাংলাদেশের বিশ্বকাপ দলে না থাকলেও ইংল্যান্ডে যাবেন তিনি। টুর্নামেন্টের শুরুর দিকে লন্ডনে অবস্থান করবেন আইসিসির বিশেষ দূত রাজ্জাক।

বিশ্বকাপের সময় আইসিসির হয়ে বিভিন্ন প্রচারণায়মূলক কাজে অংশ নিবে তিনি। বাংলাদেশ দলের হয়ে ২০০৭ এবং ২০০১ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন বাঁহাতি স্পিনার রাজ্জাক।

২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন তিনি। ১৩টি উইকেট নিয়েছিলেন সেই টুর্নামেন্টে।

জাতীয় দলের জার্সিতে ১৩টি টেস্ট এবং ১৫৩ ওয়ানডে খেলেছেন রাজ্জাক। ৩৪টি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতাও আছে তাঁর।
টেস্টে ২৮ উইকেট, ওয়ানডেতে ২০৭ উইকেট এবং টি-টুয়েন্টিতে ৪৪টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে। বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে দুইশ উইকেট তুলে নেয়া তিনজন বোলারের মধ্যে একজন তিনি।