ত্রিদেশীয় সিরিজ
অবশেষে স্বরূপে মোসাদ্দেক

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে স্বরূপে ফিরেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ২৪ ওভারে উইন্ডিজদের দেয়া ২১০ রানের বিশাল লক্ষ্যে টাইগারদের জয়ে ২৪ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে দ্রুততম অর্ধশতক তুলে নিয়েছেন এই ব্যাটসম্যান।
২০১৭ সালের জুনের চোখের ইনজুরিতে পড়ে জাতীয় দল থেকে ছিটকে পড়েন মোসাদ্দেক। ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ত্রফির পর জাতীয় দলের ফিরতে প্রায় এক বছর লেগেছে তাঁর। ২০১৮ সালের জুলাইয়ে উইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। এরপর এশিয়া কাপ টাইগারদের হয়ে খেলেছিলেন এই ক্রিকেটার।

কিন্তু নির্বাচকদের আশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন তিনি। ফর্মহীনতায় বাদ পড়েছিলেন ঘরের মাঠে জিম্বাবুয়ে এবং উইন্ডিজ সিরিজ থেকে। নিউজিল্যান্ডের সফরেও দলের সাথে ছিলেন না মোসাদ্দেক।

যে কারণে বিশ্বকাপের ভাবনায়ও ছিলেন না মোসাদ্দেক। তবে ভাগ্য কথা বলেছে মোসাদ্দেকের হয়ে। মাহমুদুল্লাহ রিয়াদ কাঁধের ইনজুরির শিকার হওয়ায় মোসাদ্দেকের কপাল খুলে যায়। একই সাথে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে অসাধারণ পারফর্মেন্স করেছেন তিনি।

ব্যাট-বলে পারফর্মেন্সের সাথে অধিনায়কত্ব দিয়ে আবাহনীকে এনে দিয়েছেন ঢাকা লিগের শিরোপা। দুর্দান্ত ব্যাটিং করে দলকে জেতাতে দারুণ ভূমিকা পালন করেছিলেন বেশ কয়েকটি ম্যাচে।
আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলা এই ক্রিকেটার ব্যাট হাতে ৪৮.৮০ গড়ে সংগ্রহ করেছেন ৪৮৮ রান। একটি শতক এবং পাঁচটি অর্ধশতক রয়েছে তাঁর নামের পাশে। বল হাতেও দলের জন্য অবদান রেখেছিলেন তিনি। ১৬ ম্যাচে ৪.৬৩ ইকোনমিতে ১২ উইকেট তুলে নিয়েছিলেন মোসাদ্দেক।
পারফর্মেন্স দেখিয়ে ডাক পেয়েছেন বাংলাদেশ দলের ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপ স্কোয়াডে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। কিন্তু সেই ম্যাচে মাত্র ১৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে।
দলের প্রথম শিরোপা জয়ের ম্যাচে এসে জ্বলে উঠেছে তাঁর ব্যাট। উইন্ডিজ বোলারদের বিপক্ষে দাপুটে ব্যাটিং দেখিয়েছেন নিজের সামর্থ্য।