অনূর্ধ্ব-১৬

ধ্বংসস্তূপে পরিণত বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:33 শনিবার, 11 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ঃ ১১৫/৭, ৩০.৪ ওভারে

 রাব্বি ৯*, রনি ০*; আসের ৩/৩৩, ফরহাদ ৩/৩৩

বাংলাদেশ বনাম পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠের লড়াইয়ে নেমেছে দুই দল। খুলনায় অনুষ্ঠিত ম্যাচটিতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।

সাত উইকেটের পতনঃ একেবারেই যেন ছন্দ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সাত উইকেট হারিয়ে একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারা। ১১৫ সংগ্রহ করতে পেরেছে স্বাগতিক দলটি।

খাঁদের কিনারে বাংলাদেশঃ আসা-যাওয়ার মিছিলে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। আরও একটি উইকেট হারিয়ে খাঁদের কিনারে অবস্থান করছে তারা। আইচ মোল্লা মাত্র ৪ রান করতেই ফিরে গেছেন সাজঘরে। তাঁকে ফিরিয়েছেন আসের মুঘল।

তবে এখনও উইকেটে আছেন অধিনায়ক রিহাদ। তিনি ব্যাটিং করছেন ১২ রানে। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন মাহফুজুর রহমান রাব্বি।

বিপদে বাংলাদেশঃ চার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। দুই উইকেট হারানোর পর দারুণ খেলেছিলেন সাকিব এবং খালিদ। কিন্তু দলীয় ৫৭ রানে এসে ১০ রান করা খালিদ ফিরে যান।

এরপর নতুন ব্যাটসম্যান হিসেবে নামেন আইচ মোল্লা। দলের খাতায় আরও কিছু রান যোগ করতেই সাজঘরের পথ ধরেন ৩১ বলে ৬ চারে ৩৪ রানের ইনিংস খেলা সাকিব। দুই উইকেটই তুলে নেন ফরহাদ খান।

বর্তমান উইকেটে রয়েছেন অধিনায়ক রিহাদ খান। তিনি ব্যাটিং করছেন ১১ রানে। আইচ ব্যাটিং করছেন ৩ রানে। ২১ ওভার শেষ বাংলাদেশের সংগ্রহ ৯৩ রান, ৪ উইকেটের বিনিময়ে।

দুই উইকেট নেই বাংলাদেশেরঃ টসে হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল শুরুতেই হোঁচট খেয়েছে। ইতিমধ্যে দুই ওপেনার সাজ্জাদ হোসেন মিরাজ এবং মফিজুল ইসলাম রবিনকে হারিয়েছে তারা।

ইনিংসের অষ্টম ওভারে দলীয় ২৬ রানেই ফিরে গেছেন রবিন। ২৪ বলে ১৭ রানের ইনিংস খেলে ফিরতে হয়েছে তাঁকে। এরপর দশম ওভারে এসে আরেক ওপেনার মিরাজ ফিরে যান ৩০ বলে ৮ রান করে। বাংলাদেশের দুই ওপেনারের উইকেটই তুলে নিয়েছেন আসের মুঘল।

উইকেটে রয়েছেন শাহরিয়ার সাকিব এবং খালিদ হাসান। সাকিব ব্যাটিং করছেন ১৪ রানে এবং খালিদ আছেন ১০ রানে।