ত্রিদেশীয় সিরিজ

সাকিবকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেইঃ বাশার

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:52 সোমবার, 06 মে, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান। তিনি সেই সময় ব্যস্ত ছিলেন আইপিএলে। তাই তাঁর প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছিল। হচ্ছিলো সমালোচনাও। ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি ম্যাচে দারুণ এক অর্ধশতক হাঁকিয়ে জবাব দিয়েছেন সেই সমালোচনার।

বাংলাদেশ জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার মনে করেন সাকিবকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তাছাড়া অনেকদিন ধরেই খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। বাশারের বিশ্বাস সাকিব যে অবস্থানে ছিলেন, সেখানেই আছেন। 

'সাকিবকে নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। তাকে নিয়ে দুশ্চিন্তা করাও ঠিক না। সে এক নম্বর অলরাউন্ডার। অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। সাকিবের মানিয়ে নিতে বেশি সময় লাগে না। অনুশীলন ম্যাচে রান করেছে বলেই যে সাকিব ফিরে আসলো, আমার এরকম মনে হয় না। সাকিব যেখানে ছিল সেখানেই আছে।'

উইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফরম্যাটটা ওয়ানডে। কিছু গত কিছুদিন সাকিব আইপিএলে টি-টুয়েন্টি ম্যাচ খেলে ব্যস্ত সময় কাটিয়েছেন। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার মনে করেন ভিন্ন ভিন্ন ফরম্যাটের সাথে সাকিবের মানিয়ে নিতে বেশি সময় লাগে না।

সাকিব এটা আগে অনেকবারই প্রমাণ করেছে। সাকিবকে বড় ম্যাচের খেলোয়াড় বলেও আখ্যা দিয়েছেন তিনি। সময় মতো সাকিব জ্বলে উঠবেন বলেও বিশ্বাস তাঁর।

'সাকিবের মতো খেলোয়াড়দের একটা ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে যেতে এতো সময় লাগে না। সাকিব এটা অনেকবার প্রমাণ করেছে। তাকে নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছু নেই। সে বড় ম্যাচের খেলোয়াড়, সময় মতো পারফর্ম ঠিকই করবে।'