টি-টুয়েন্টি ব্লাস্ট

কাউন্টি খেলবেন বাবর আজম

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:32 শুক্রবার, 03 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানি তারকা ব্যাটসম্যান বাবর আজম কাউন্টি ক্রিকেটে নাম লিখিয়েছেন। তিনি আসন্ন মৌসুমে টি-টুয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে সোমারসেটের হয়ে খেলবেন।

আইসিসির টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে থাকা বাবর গ্রুপ পর্বের সব ম্যাচেই খেলবেন। দল কোয়ার্টার ফাইনালে গেলে সেখানেও খেলার সম্ভাবনা রয়েছে তাঁর।

আগামী জুলাইয়ে টি-টুয়েন্টি ব্লাস্টের আসর মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো কাউন্টিতে খেলবেন বাবর। ইংল্যান্ডে বিপক্ষে সিরিজ খেলতে এখন সেখানেই অবস্থান করছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান।

ইংল্যান্ড সিরিজের পর তিনি বিশ্বকাপে অংশ নেবেন পাকিস্তান দলের হয়ে। বাবর আজমকে দলে ভিড়িয়ে দারুণ আনন্দিত সোমারসেটের ডিরেক্টর অ্যান্ডি হারে।

'বাবর আজমের মতো যোগ্যতার একজন খেলোয়াড়কে সাক্ষর করানো একটি অসাধারণ ব্যাপার। সে সর্বোচ্চ পর্যায়ে পরীক্ষিত ব্যাটসম্যান। সে আন্তর্জাতিক টি-টুয়েন্টির অন্যতম সেরা ব্যাটসম্যান।'

গত বছর কাউন্টি চ্যাম্পিয়নশীপে সোমারসেটের হয়ে খেলেছেন আরেক পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলী। ক্লাব সম্পর্কে তাঁর কাছ থেকে অনেক কিছুই শুনেছেন বাবর। এবার দলটির জয়ে অবদান রাখাকেই লক্ষ্য করেছেন তিনি।

'ইংল্যান্ডে টি-টুয়েন্টি খেলার নতুন চ্যালেঞ্জের জন্য অপেক্ষায় আছি। আমি আজহার আলীর কাছ থেকে সোমারসেট সম্পর্কে ভাল কিছু শুনেছি এবং আমি ক্লাবকে জেতাতে ভূমিকা রাখতে চাই। আমি জানি সোমারসেট ভাল সমর্থন পায় এবং আমি আশা করছি তাদের আনন্দের জন্য এবছর কিছু করতে পারবো।'