বিশ্বকাপ

বার্মি আর্মিদের সঙ্গে ঝামেলায় জড়িও নাঃ ল্যাঙ্গার

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:18 শুক্রবার, 03 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের যেকোন ম্যাচেই মাঠে থাকে দলটির কট্টর সমর্থকগোষ্ঠী হিসেবে পরিচিত 'বার্মি আর্মি'। আসন্ন বিশ্বকাপ ও অ্যাশেজেও তাদের তোপ সামলাতে হবে বিপক্ষ দলগুলোর। ফলে এই সমর্থকগোষ্ঠী সম্পর্কে অস্ট্রেলিয়া দলকে সতর্ক করে দিয়েছেন দলটির প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।

২০০২ সালের মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ‘বার্মি আর্মি’র দুয়ো শুনেছিলেন ল্যাঙ্গার। সেই থেকে তাদের সঙ্গে আর লাগতে যাননি বর্তমান অজি কোচ। দলে তাঁর সতীর্থ ব্রেট লিকে নিয়ে বার্মিদের কিছু একটা বলেছিলেন তিনি। এরপর  বেঙ্গাত্মক গান শুনিয়ে কান ঝালাপালা করে দিয়েছিল বার্মি আর্মিরা।

‘আমি সেই ইনিংসে ২৫০ রান করেছিলাম, নিজেকে ভিভ রিচার্ডস মনে হচ্ছিল। মনে হচ্ছিল স্বর্ণের ম্যাডেল জিতেছি। গর্বে বুক ফুলে যাচ্ছিল এবং নিজেকে রাজা মনে হচ্ছিল। তখন ব্রেট লির পক্ষ নিয়ে কিছু একটা বলেছিলাম ওদের বিরুদ্ধে। এর পরপরই আমাকে বিদ্রুপে ভরা গান শোনাতে শুরু করে ওরা। তাই ওদের সাথে বিবাদে না জড়াতে পরামর্শ দিব আমি। আমি নিজেও তাদের সঙ্গে ঝামেলায় জড়াবো না।'

ল্যাঙ্গার তাঁর শীষ্যদের জানিয়ে দিয়েছেন কোনো পরিস্থিতিতেই বার্মি আর্মিদের সাথে তর্কে জড়ানো যাবে না। অজি কোচ ইংল্যান্ডের এই সমর্থক গোষ্ঠীর সাথে ঝামেলায় জড়ানোকে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় শিক্ষা বলেও মনে করেন।

‘একটা জিনিস, আমি বার্মি আর্মিদের শ্রদ্ধা করি। ইংল্যান্ড দলের জন্য তাঁরা সবসময়ই অন্তপ্রাণ। আমার খেলোয়াড়ি জীবনে সম্ভবত এটা সবচেয়ে বড় শিক্ষা ছিল। আমাদের সাথে কখনও হয়তো ওদের বন্ধুত্ব হবে না, কিন্তু ওদের সঙ্গে আর কোনো সময় তর্কেও জড়াবো না।’