বিশ্বকাপ

বিশ্বকাপ ইংল্যান্ডে হলেও ট্রফি ভারতে আসবেঃ শচিন

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 18:11 শুক্রবার, 03 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপটি ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হলেও ট্রফি আসবে ভারতের মাটিতে, মনে করছেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ভারতের হয়ে একশ সেঞ্চুরির মালিক শচিন। তাঁর ভাষায়, 'বিশ্বকাপ ক্রিকেট ইংল্যান্ডে অনুষ্ঠিত হলেও ট্রফি ভারতেই আসবে।'

মূলত ভিরাট কোহলির দলের ব্যাটসম্যানদের কারণে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই তারকা। দুই বছর আগে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিল ভারত। সেই আসরের মতো আসন্ন বিশ্বকাপেও ফ্ল্যাট উইকেট বা ব্যাটিং সহায়ক উইকেট বানাবে আয়োজকরা, বিশ্বাস শচিনের। উইকেট প্রসঙ্গে শচিনের মতামত, 

'২০১৭ সালে ইংল্যান্ডে যখন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলাম তখন সেখানে দারুণ উইকেট ছিল। যখন আবহাওয়া গরম ছিল তখন ফ্ল্যাট উইকেট ছিল। এবার আমি নিশ্চিত, উইকেট ব্যাটিং সহায়কই হবে।'

তবে ইংলিশ কন্ডিশনে আকাশ মেঘাছন্ন হলে উইকেটের আচরণ কিছুটা পরিবর্তিত হয়ে থাকে। ইনিংসের শুরুর দিকে বল কিছুটা সুইং করায় বাড়তি সুবিধা পেয়ে থাকেন পেসাররা। এই বিষয়ে একমত শচিনও। 

'আমার মনে হয় আকাশ মেঘাচ্ছন্ন না  হলে উইকেটে তেমন কোনো পরিবর্তন আসবে না। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে বল কিছুটা সুইং করবে, এটা বিশ্বের যে কোনো জায়গায় হতে পারে। এমন নয় যে এটা লম্বা সময় ধরে হবে, কয়েক ওভার সুইং করতে পারে।'