বিশ্বকাপ

ক্ষুধার্ত ওয়ার্নারকে চান ফিঞ্চ

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 17:39 শুক্রবার, 03 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন বিশ্বকাপের মঞ্চে ক্ষুধার্ত ডেভিড ওয়ার্নারকে দেখা যাবে, বলেছেন এই অজি দলপতি অ্যারন ফিঞ্চ। নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১ বছরের জন্য দূরে থাকলেও ওপেনার ওয়ার্নারের ক্ষমতা সম্পর্কে ধারণা আছে অজি অধিনায়কের।

ওয়ার্নার সম্প্রতি আইপিএল মিশন শেষে ব্রিসবেনে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। এর আগে আইপিএলে ব্যাট হাতে রানের বন্যা বইয়েছেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এই মৌসুমে ১২ ম্যাচে হাঁকিয়েছেন ৮টি ফিফটি এবং ১টি সেঞ্চুরি। ৬৯.২০ গড়ে ৬৯২ রান করা ওয়ার্নার আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজের খেলবে অস্ট্রেলিয়া। ফিঞ্চের চাওয়া আইপিএলের এই ধারাবাহিকতা অস্ট্রেলিয়ার হতেও ধরে রাখুক ওয়ার্নার।

‘আমি জানি সে ক্ষুধার্ত। সেটা শুধু আইপিএল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও দাপটের সঙ্গে খেলতে মুখিয়ে রয়েছে সে।

‘যখন আপনার স্বপ্ন থেকে ১২ মাস দূরে থাকতে হয়, তখন সে যন্ত্রণা আপনাকে আরো বেশি শক্তিশালী করে তোলে। সে একজন অসাধারণ খেলোয়াড়, আমরা জানি সে কী করতে পারে। সামনেও তেমন কিছু হতে যাচ্ছে,’ বলেছেন ফিঞ্চ,

গেল বছরের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং করার দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। তাঁদের আরেক সঙ্গী ক্যামেরন ব্যানক্রফটকেও ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

১২ মাস পর নিষেধাজ্ঞা কাটিয়ে স্মিথ এবং ওয়ার্নার অস্ট্রেলিয়া দলে ফিরেছেন ঠিক বিশ্বকাপের আগে। চলতি মাসের ৩০ তারিখ পর্দা উঠবে ইংল্যান্ড বিশ্বকাপের। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে পহেলা জুন আফগানিস্থানের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে অস্ট্রেলিয়া দলের হয়ে ফিরবেন স্মিথ এবং ওয়ার্নার।