বিশ্বকাপ

প্রতিপক্ষ নিয়ে ভাবলেশহীন মুস্তাফিজ

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 16:28 শুক্রবার, 03 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

টাইগার পেসার মুস্তাফিজুর রহমান বলেছেন, আসন্ন বিশ্বকাপে কোনো দলই কঠিন প্রতিপক্ষ নয়। এমনকি কোনো ব্যাটসম্যানকে নিয়েও ভয় নেই তাঁর। বিশ্বকাপে ভয়ডরহীন ক্রিকেট খেলার পক্ষপাতী তিনি।

চাপ না নিয়ে বরঞ্চ ঠান্ডা মাথায় নিজের স্বভাবসিদ্ধ খেলা চালিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য। টাইগার এই পেসারের ভাষ্যমতে, 

'কোনো দলকেই আমি কঠিন প্রতিপক্ষ মনে করছি না। আর কোনো ব্যাটসম্যানকে নিয়েও আমার ভয় নেই। আলাদা করে কাউকে নিয়ে ভাবছিও না। আমার বিশ্বাস আমাদের কাজটা করাই হলো আসল। কোনো চাপ নিয়ে কী লাভ!' দৈনিক মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন মুস্তাফিজ।

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে খেলার সুযোগ পেলেন মুস্তাফিজ। বৈশ্বিক এই টুর্নামেন্টে স্বাভাবিকভাবেই নিজের সেরাটা দিয়ে খেলতে চাইবেন তিনি।

বলেছেন, 'আমি আমার সেরাটাই দিতে চাই। আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। বাকিটা আল্লাহর ইচ্ছা।'

নিজের এবং দেশের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করতে অবশ্য ভোলেননি মুস্তাফিজ। সুস্থ এবং ফিট হয়ে দলের প্রয়োজনে অবদান রাখতে চান তিনি। দেশের ক্রিকেট প্রেমী মানুষের প্রতি তাঁর চাওয়া,

'অবশ্যই, ভক্ত ও সমর্থকরা আছে বলেই মাঠে আমরা শক্তি পাই। দেশবাসীর কাছে আমার চাওয়া, তারা আমার জন্য আমাদের গোটা দলের জন্য যেন দোয়া করেন। আর দোয়া চাই আমিও যেন সুস্থ থাকতে পারি, দলের জন্য অবদান রাখতে পারি।'