সিপিএল ২০১৯

পিছিয়ে যাচ্ছে সিপিএলের পরবর্তী আসর

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 12:37 বুধবার, 01 মে, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

ভারতের উইন্ডিজ সফরের কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) আগামী আসরটি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এর আগে অগাস্টের ২১ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। 

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৪ঠা সেপ্টেম্বর থেকে ১২ই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে সিপিএলের আসর। এই সিদ্ধান্তের ফলে ভারতের বিপক্ষে সিরিজের পাশাপাশি সিপিএলেও খেলার সুযোগ পাচ্ছেন উইন্ডিজ জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। 

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী বিশ্বকাপের পর পরই দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে উইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিল ভারতের।  

কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্রিকেটারদেরকে কিছুদিন বিশ্রাম দিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই কারণে উইন্ডিজ বোর্ডের কাছে সিরিজটির সূচি পরিবর্তন করার অনুরোধ করেছে তারা।

বিসিসিআইয়ের এই অনুরোধের প্রেক্ষিতে অগাস্টের প্রথম সপ্তাহে সিরিজটি আয়োজনের পরিকল্পনা করছে সিডব্লিউআই। আর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী ১৩ই মে বোর্ড সভাতে।
  
এদিকে উইন্ডিজ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনি গ্রেভ জানিয়েছেন সিরিজটি পেছানো হলে উইন্ডিজ ক্রিকেটারদের অনেকেই ভারত সিরিজ শেষে খেলতে পারবেন সিপিএলে। এই প্রসঙ্গে গ্রেভ বলেছেন,  

'আমরা সন্তুষ্ট যে সিপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সাথে সামঞ্জস্যতা রক্ষা করতে পারছি। আমরা নিশ্চিত করতে চাই যেন ক্যারিবিয়ান সেরা ক্রিকেটাররা এখানে খেলে। এই টুর্নামেন্টটি ২০২০ টি টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে।'