উইমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ

ভারতের টি-টুয়েন্টি লিগ মাতাবেন জাহানারা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:46 বৃহস্পতিবার, 25 এপ্রিল, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ৬ মে পর্দা উঠছে ভারতের 'উইমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ' নামের ফ্র্যাঞ্চাইজি লিগ। এই টি-টুয়েন্টি আসরে খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলম।

তিন দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জাহানারা খেলবেন ভেলোসিটি দলে। নারীদের এই ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে এবার। 

গত আসরে স্বল্প পরিসরে আয়োজন করা হয়েছিল এই টুর্নামেন্ট। সেবার ছিল দুটি দল নিয়ে একটি প্রদর্শনী ম্যাচের মতো। এবার তিন দল নিয়ে পূর্নাঙ্গ টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

আগামী ৬ থেকে ১১ মে টুর্নামেন্টটি হবে জয়পুরে। তিন দলের প্রত্যেকে দুটি ম্যাচ করে খেলার সুযোগ পাবে। প্রথম পর্বের খেলা শেষে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

বাংলাদেশ নারী দলের হয়ে ৩৫ ওয়ানডেতে ৩০টি এবং ৫৫ টি-টোয়েন্টিতে ৩৯ উইকেট নিয়েছেন জাহানারা। এই পেস তারকাই বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চলেছেন।