কাউন্টি চ্যাম্পিয়নশীপ

কাউন্টি মাতাবেন রাহানে

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:05 বৃহস্পতিবার, 25 এপ্রিল, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

কাউন্টি ক্রিকেটে খেলবেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে। বিদেশী ক্রিকেটার হিসেবে কাউন্টি দল হ্যাম্পাশায়ারের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আগামী মাসে হ্যাম্পাশায়ারের হয়ে খেলবেন রাহানে। দলটিতে তিনি প্রোটিয়া তারকা এইডেন মার্করামের বিকল্প হিসেবে যোগ দিচ্ছেন।

মার্করাম দলটির হয়ে রয়্যাল লন্ডন কাপে খেলছেন। আগামী মাসের শুরুতেই তিনি দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন। ফলে তাঁর জায়গায় নেয়া হয়েছে রাহানেকে।

কাউন্টি চ্যাম্পিয়নশীপে অভিষেক হতে যাওয়া রাহানে এবার ৮টি ম্যাচ খেলবেন। ভারতের হয়ে ৫৬টি টেস্ট ম্যাচ ও ৯০টি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে রাহানের।

টেস্টে ১৭ অর্ধশতকে ৪০.৮৮ গড়ে ৩ হাজার ৪৩৩ রান করেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর পারফর্মেন্স আরও অসাধারণ। ১২২ ম্যাচে তিনি হাঁকিয়েছেন ২৯টি শতক।

নতুন দলে যোগ দিয়ে রাহানে জানিয়েছেন, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে হ্যাম্পাশায়ারের হয়ে খেলতে মুখিয়ে আছেন তিনি। কাউন্টি খেলার জন্য অনুমতি দেয়ায় বিসিসিআইকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

'প্রথম ভারতীয় হিসেবে হ্যাম্পাশায়ারের হয়ে খেলার জন্য আমি দারুণ উন্মুখ। কাউন্টির অনেক উজ্জ্বল খ্যাতি রয়েছে। আশা করছি রান করবো এবং দল হিসেবে জিতবো। বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই খেলার অনুমতি দেয়ার জন্য।'