আইপিএল

তৃতীয় ওভারে নিজেকে ফিরে পেলেন সাকিব

Online Desk

Online Desk
প্রকাশের তারিখ: 23:25 মঙ্গলবার, 23 এপ্রিল, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

মনিষ পান্ডের ঝড়ো ইনিংসে ভর করে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৭৫ রানের বড় পুঁজি পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। জবাবে ব্যাট করছে চেন্নাই সুপার কিংস।

তৃতীয় ওভারে মিতব্যয়ী সাকিবঃ

ইনিংসের ১১তম ওভারে বোলিং করতে এসে মাত্র ৫ রান দেন সাকিব।

ওয়াটসনের তোপের মুখে সাকিবঃ

ইনিংসের সপ্তম ওভারে বল করতে এসে ওয়াটসের তোপের মুখে পড়েন সাকিব। ওভারের পঞ্চম বলে সাকিবকে বিশাল ছক্কা হাঁকান ওয়াটসন। সেই ওভারে ৯ রান দেন সাকিব। 

বোলিংয়ে সাকিবঃ

চেন্নাইয়ের ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে আসেন সাকিব। প্রথম বলেই তাকে চার হাঁকান ওয়াটসন। বাকি চার বলের দুটি ডট দিলেও। বাকি দুই বলে ৪ রান তুলে নেন ওয়াটসন ও রায়না। 

প্রথম ইনিংস বিবরণঃ

এই ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের। দলীয় ৫ রানেই ওপেনার জনি বেয়ারস্টোর উইকেট হারায় সানরাইজার্স হায়দ্রাবাদ।

তিনি রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন হরভোজন সিংয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। বেয়ারস্টো ফিরে গেলে দ্বিতীয় উইকেটে ১১৫ রান যোগ করেন ওয়ার্নার ও মনিষ পান্ডে।

এই দুজনের ব্যাটেই দলীয় শতক পূরণ হয় হায়দ্রাবাদের। জুটির পথে মাত্র ২৫ বলে দারুণ এক অর্ধশতক তুলে নেন মনিষ পান্ডে। তাঁর সঙ্গী ওয়ার্নারও পেয়েছেন অর্ধশতকের দেখা।

তাঁর অর্ধশতক এসেছে ৩৯ বলে। ওয়ার্নার ৪৫ বলে ৫৭ রানের ইনিংস খেলে আউট হলে এই জুটি ভাঙে। তৃতীয় উইকেটে মনিষকে দারুণ সঙ্গ দিয়েছেন বিজয় শঙ্কর।

তাঁর ব্যাট থেকে এসেছে ২০ বলে ২৬ রানের কার্যকর ইনিংস। শেষ দিকে ইউসুফ ৪ বলে ৫ রান করে অপরাজিত থেকে হায়দ্রাবাদকে বড় সংগ্রহে পৌঁছে দিয়েছেন।

মানিষ ৪৯ বলে ৮৩ রান করে অপরাজিত ছিলেন। ৩টি ছয় ও ৭টি চারে তাঁর ইনিংসটি সাজানো ছিল। চেন্নাইয়ের হয়ে হরভোজন সিং ২টি ও দীপক চাহার নিয়েছেন ১টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ

সানরাইজার্স হায়দ্রাবাদঃ ১৭৫/৩ (২০ ওভার)

(মনিষ ৮৩*, ওয়ার্নার ৫৭; হরভোজন ২/৩৯)

চেন্নাই সুপার কিংসঃ ৮৫/২ (১১ ওভার) 

চেন্নাই সুপার কিংস একাদশ: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, কেদার যাদভ, এমএস ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, হরভজন সিং, ইমরান তাহির।

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, বিজয় শংকর, দীপক হুদা, ইউসুফ পাঠান, রশিদ খান, মনিষ পান্ডে, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), সন্দীপ শর্মা, খালীল আহমেদ।