ডিপিএল

ডিপিএলের সেরা ব্যাটসম্যান সাইফ

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:01 মঙ্গলবার, 23 এপ্রিল, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের সেরা ব্যাটসম্যান হয়েছেন প্রাইম দোলেশ্বরের সাইফ হাসান। ডিপিএলের পুরো আসর জুড়েই তিনি ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন।

১৬ ম্যাচে তিনি ৮১৪ রান করেছেন। এবারের আসরে নিজের সেরা ইনিংসটি খেলেছেন সুপার সিক্স পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। এই ম্যাচে ১১৬ বলে ১৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি।

এছাড়াও এবারের আসরে আরও দুটি সেঞ্চুরি করেছেন তিনি। সঙ্গে রয়েছে ৪টি অর্ধশতক। সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে আছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম।

১৬ ম্যাচে তাঁর রান ৮০৭। হাঁকিয়েছেন ৫টি হাফসেঞ্চুরি এবং ৩টি সেঞ্চুরি। এর মধ্যে সবশেষ সেঞ্চুরিটি করেছেন লিগের শেষ ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে। এটি তাঁর টানা দ্বিতীয় সেঞ্চুরি।

প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলা ১৩৬ রানের ইনিংসটিই তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস। আগের ম্যাচেই শক্তিশালী আবাহনী লিমিটেডের বিপক্ষে অপরাজিত ১২৩ রান করেছিলেন তিনি।

এই তালিকার ৩ নম্বরে আছেন মোহামেডানের তারকা ব্যাটসম্যান রকিবুল হাসান। তিনি একটি মাত্র সেঞ্চুরি হাঁকিয়েছেন এবারের আসরে। সঙ্গে রয়েছে ৮টি অর্ধশতক। ১৬ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৮১ রান।

সর্বোচ্চ ১০২। প্রাইম ব্যাংকের বিপক্ষে এই ইনিংসটি খেলেছিলেন তিনি। চার নম্বরে আছেন ডিপিএলের এবারের আসরের চ্যাম্পিয়ন আবাহনীর ব্যাটসম্যান জহুরুল ইসলাম।

১৫ ম্যাচ খেলে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৩৫ রান। ৩ সেঞ্চুরির সাথে তাঁর রয়েছে সমান সংখ্যক হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ১৩০। বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে  ১৪ চার ও ২ ছক্কায় ১৩৮ বলে এই ইনিংসটি খেলেছিলেন তিনি।

লিগের শেষ ম্যাচে শেখ জামালের বিপক্ষেও সেঞ্চুরির দেখা পেয়েছেন জহ্রুল। এই সেঞ্চুরিটিই তাকে এই তালিকায় ৪ নম্বরে রেখেছে। সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় ৫ নম্বরে আছেন ফজলে মাহমুদ রাব্বি।

মাত্র ১৩ ম্যাচ খেলে তিনি ৬০৩ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১৪৯* রান। টুর্নামেন্টে তিনি ৩ সেঞ্চুরির সাথে হাঁকিয়েছেন ২টি ফিফটি।

সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকা:

১। সাইফ হাসান (প্রাইম দোলেশ্বর): ১৬ ম্যাচে ৮১৪ রান, সর্বোচ্চ ১৪৮*, সেঞ্চুরি ৩টি, ফিফটি ৪টি
২। মোহাম্মদ নাঈম (রূপগঞ্জ): ১৬ ম্যাচে ৮০৭ রান, সর্বোচ্চ ১৩৬, সেঞ্চুরি ৩টি, ফিফটি ৫টি
৩। রাকিবুল হাসান (মোহামেডান): ১৬ ম্যাচে ৭৮১ রান, সর্বোচ্চ ১০২, সেঞ্চুরি একটি, ফিফটি ৮টি
৪। জহুরুল ইসলাম অমি (আবাহনী): ১৫ ম্যাচে ৭৩৫ রান, সর্বোচ্চ ১৩০, সেঞ্চুরি ৩টি, ফিফটি ৩টি
৫। ফজলে মাহমুদ (ব্রাদার্স): ১৩ ম্যাচে ৬০৩ রান, সর্বোচ্চ ১৪৯*, সেঞ্চুরি ৩টি, ফিফটি ২টি