কাউন্টি ক্রিকেট

বিশ্বকাপের আগে কাউন্টি দলে টেইলর

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:05 শুক্রবার, 05 এপ্রিল, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

কাউন্টি চ্যাম্পিয়নশীপের ওয়ানডে কাপের জন্য কিউই তারকা রস টেইলরকে দলে ভিড়িয়েছে মিডেলসেক্স ক্রিকেট ক্লাব। ফলে আসন্ন বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে বেশ কিছু ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হবে এই তারকার।

আগামী ২৫ এপ্রিল সারের বিপক্ষে মিডেলসেক্সের হয়ে অভিষেক হওয়ার কথা রয়েছে তাঁর। এই টুর্নামেন্টের শেষ ৫টি ম্যাচের জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছে মিডেলসেক্স ক্রিকেট ক্লাব।

আগামী ১০ এপ্রিল এই টুর্নামেন্টের প্লে অফ ও ১২ এপ্রিল সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৫ মে মাঠে গড়াবে ফাইনাল। তবে এই ম্যাচে টেইলরকে পাওয়া যাবে না।

কারণ এদিন নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তাঁর। পল স্টার্লিং ও ইয়ন মরগ্যানের অনুপস্থিতিতেই মিডেলসেক্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন টেইলর।

মিডেলসেক্স ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক অ্যাঙ্গাস ফ্রেজার জানিয়েছেন ওয়ানডে কাপের অর্ধেকেরও বেশি সময় পাওয়া যাবেনা দলটির দুই তারকা ইয়ন মরগ্যান ও পল স্টার্লিংকে। তাদের শূন্যতা পূরণ করতেই রস টেইলরকে নেয়া হয়েছে।

'ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিশ্বকাপের আগের সূচি অনুযায়ী মিডেলসেক্স ইয়ন মরগ্যান ও পল স্টার্লিংয়ে ছাড়া রয়্যাল লন্ডন কাপের অর্ধেকেরও বেশি সময় কাটাবে। ইয়ন এবং পল ওয়ানডের সেরা ক্রিকেটার এবং আমরা নিজেদের শক্তিশালী করতে টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে তাদের শূন্যতা পূরণ করতে চাই।এই শূন্যতা পূরণে রসের মতো একজন অসাধারণ খেলোয়াড় ক্লাবের সম্পদ।'