আসিফের ফেরা

পিএসএলে চোখ মোহাম্মাদ আসিফের

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 11:33 বৃহস্পতিবার, 28 মার্চ, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) পঞ্চম আসরে ফেরার ব্যাপারে আশাবাদী পেসার মোহাম্মদ আসিফ। চতুর্থ আসরে সাবেক টেস্ট দলপতি সালমান বাট সুযোগ পাওয়ার পর ডানহাতি এই পেসারও পিএসএল খেলতে মুখিয়ে আছেন।

আগামী আসরের জন্য ইতিমধ্যে নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন আসিফ। পিএসএলের চতুর্থ মৌসুম বেশ আগ্রহের সাথে দেখেছেন তিনি।
 
স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটানোর পর তাঁর দুই সঙ্গী মোহাম্মদ আমির এবং সালমান বাট পিএসএল খেলেছেন। পিএসএলের পাশাপাশি পাকিস্তান জাতীয় দলেও জায়গা ফিরে পেয়েছেন আমির। আসিফ জানান,

'আমি পিএসএলের আগামী মৌসুমে খেলার জন্য ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছি। নিজেকে ফিট রাখাই মূল লক্ষ্য আমার। এবারের মৌসুমটা খুব আগ্রহের সাথে দেখেছি। আশা করছি পিএসএলের পঞ্চম মৌসুমে খেলতে পারবো।'

এদিকে পিএসএলে ফেরার পাশাপাশি আগামী বিশ্বকাপে পাকিস্তান দল কেমন করবে সেটা নিয়েও কথা বলেছেন আসিফ। তাঁর চোখে বিশ্বকাপে ভালো সুযোগ রয়েছে সরফরাজ আহমেদের দলের। তিনি আরও বলেন,

'বিশ্বকাপে ভালো করার সুযোগ রয়েছে পাকিস্তানের কারণ দুই বছর আগে ইংল্যান্ডেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তাঁরা। তারপরও বিশ্বকাপে তাঁদের হুমকি হতে পারে অস্ট্রেলিয়া বা ভারত। কারণ বড় টুর্নামেন্টে সব দলই ভালো করতে চায়।'