পাকিস্তান সুপার লিগ (পিএসএল)

হাফিজের বদলি সালমান বাট

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:45 মঙ্গলবার, 19 ফেব্রুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ইনজুরি আক্রান্ত মোহাম্মদ হাফিজের বদলি হিসেবে সালমান বাটের নাম ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগের ( পিএসএল) দল লাহোর কালান্দার্স। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাটকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স কতৃপক্ষ।

হাফিজের বদলি হিসেবে তারা এমন একজনকে চাচ্ছিলেন যে ৩ নম্বরে ব্যাট করতে পারদর্শী এবং অভিজ্ঞতা সম্পন্ন। সালমান বাটের এই দুটোই আছে। ২০১০ সালে ফিক্সিং কান্ডে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন বাট।

এরপর ২০১৬ সালে প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরলেও বড় পরিসরে তাঁর সুযোগ হচ্ছিল না। এবার তাঁর সেই আক্ষেপ ঘুচছে পিএসএল দিয়ে। ঘরোয়া টি-টুয়েন্টিতে বাটের স্ট্রাইক রেট ১১৩.৫৫।

৩৬.১৫ গড়ে করেছেন ২২৭৮ রান। নিষেধাজ্ঞা থেকে ফিরে ব্যাট হাতে আরও দারুণ পারফর্মেন্স করেছেন তিনি। ২০১৬ থেকে ঘরোয়া টি-টুয়েন্টিতে তাঁর ব্যাটিং গড় ৫৫.৩৫। অন্তত ৫০০ রান করা পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ।

এদিকে, আঙুলের ইনজুরিতে হাফিজ ছিটকে যাওয়ায় সবচেয়ে বড় ক্ষতি হয়েছে লাহোর কালান্দার্সের। প্লাটিনাম ক্যাটাগরি থেকে তাকে দলে ভিড়িয়েছিল তারা। দলের অধিনায়ক হিসেবেও তাকে নির্বাচিত করেছিল।

 হাফিজের বদলে দুদিন আগেই প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে দলটি। এবারের আসরে তাঁর অধীনেই খেলতে হবে সালমান বাটকে।