পাকিস্তান ক্রিকেট

মেয়েদের পিএসএল চান সানা

Online Desk

Online Desk
প্রকাশের তারিখ: 22:20 রবিবার, 17 ফেব্রুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

চলছে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) চতুর্থ আসর। বরাবরই আলো ছড়ানো পিএসএল দিনকে দিন আরও উন্নতমানের ফ্র্যাঞ্চাইজি লীগে পরিণত হচ্ছে। এবার নারী ক্রিকেটারদের জন্য পিএসএল চান দেশটির নারী দলের অধিনায়ক সানা মির।

এক সাক্ষাৎকারে সানা মির জানান, 'পিএসএল পাকিস্তানের দারুণ একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। আমরা শেষ দশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। আমরা শীর্ষ দশেও আছি।
 
'আমরা এর মাঝে উইন্ডিজকেও হারিয়েছি এবং সবসময় ভালো খেলছি। আমার মনে হয় এখন আমাদের পিএসএলের মেয়েদের ভার্সন চালু করা উচিত।'

উন্নত দলগুলোর সঙ্গে পাল্লা দিয়ে ভালো খেলতে চাইলে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লীগের বিকল্প দেখছেন না সানা। তাঁর যুক্তি,

'এটা পাকিস্তান মহিলা দলের জন্য গুরুত্বপূর্ণ। যদি আমরা অন্যান্য দলের সঙ্গে আমাদের দলকে তুলনা করি তাহলে আমাদের মেয়েদের সেভাবে খেলার মঞ্চ করে দেওয়া দরকার।   

'আমাদের ক্রিকেটাররা যখন বিদেশী কোচের সঙ্গে পরামর্শ করবে, তখন বিষয়টি পুরোই আলাদা হবে। তরুণ প্রতিভা খুঁজে বের করতেও এমন আসরের বিকল্প নেই।'