বিগ ব্যাশ

দ্বিতীয় বার বিগ ব্যাশের ফাইনালে মেলবোর্ন স্টার্স

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:20 বৃহস্পতিবার, 14 ফেব্রুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিগ ব্যাশের অষ্টম আসরের ফাইনাল নিশ্চিত করেছে মেলবোর্ন স্টার্স। এই নিয়ে দ্বিতীয় বারের মত ফাইনালে উঠলো দলটি। বৃহস্পতিবার হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে গ্লেন ম্যাক্সওয়েল-মার্কাস স্টয়নিসরা।

এদিন টসে জিতে গেল বারের রানার্স আপদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্টার্স দলপতি গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৫ রান যোগ করতেই অধিনায়ক ম্যাথিউ ওয়েড এবং ক্যালেব জুয়েল সাজঘরে ফিরে যান।

দুই ব্যাটসম্যানকে হারালেও চার নম্বরে নামা জর্জ বেইলিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ডার্চি শর্ট। ২১ বলে দ্রুত ৩৫ রান তুললেও দলীইয় ৪২ রানে তাঁকে সাজঘরে পাঠান ড্যানিয়েল ওরাল। এরপর অবশ্য অনেকক্ষণ পেছনে ফেরে তাকায়নি হ্যারিকেন্সরা।

ম্যাকডরমট এবং বেইলি মিলে দলকে ১০০ রানের উপরে নিয়ে যান। কিন্তু দলীয় ১১৭ রানে ওরালের তৃতীয় শিকার হিসেবে তিনি বিদায় নিলে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দলটি। 

ম্যাকডরমট ফিফটি হাঁকিয়ে ৫৩ রানে বিদায় নিলে দ্রুত উইকেট কয়েকটি উইকেট হারিয়ে বসে তাঁরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানের পুঁজি পায় হোবার্ট। ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন ওরাল। 

১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানের মাথায় বেন ডাঙ্ককে হারিয়ে বসে স্টার্সরা। স্টয়নিস এবং হ্যান্ডসকম্ব মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৪১ রান যোগ করলেও কায়েস আহমেদ বোলিংয়ে এসে সাজঘরে পাঠান স্টয়নিসকে। ২০ বলে ১৮ রান করেন তিনি।

এরপর দলিয় ৮৫ রানের মধ্যে মিক ম্যাডিনসন এবং হ্যান্ডসকম্বকেও বিদায় করেন এই আফগান লেগ স্পিনার। কিন্তু অধিনায়ক ম্যাক্সওয়েল এবং সেব গচের দৃঢ়তায় আর কোন উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্টার্সরা।

৭ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় দলটি। ম্যাক্সওয়েল ৪৩ এবং গচ করেন ৩৩ রান। কায়েস আহমেদ ৩৩ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। 

সংক্ষিপ্ত স্কোরঃ

হোবার্ট হ্যারিকেন্সঃ ১৫৩/৭ (২০ ওভার)

(ম্যাকডরমট ৫৩, বেইলি ৩৭) (ওরাল ৪/২৩)

মেলবোর্ন স্টার্সঃ ১৫৭/৪ (১৮.৫ ওভার)

(ম্যাক্সওয়েল ৪৩*, গচ ৩৩*) (কায়েস ৩/৩৩)