পিএসএল ২০১৯

পর্দা উঠছে পিএসএলের, মুখোমুখি ইসলামাবাদ-কোয়েট্টা

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:43 বৃহস্পতিবার, 14 ফেব্রুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আজ বৃহস্পতিবার পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) চতুর্থ আসরের। উদ্বোধনী ম্যাচে দুবাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশ সময় রাত ১১ঃ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। 

উদ্বোধনী ম্যাচে দুই দলেরই লক্ষ্য জয় পাওয়া। জয় দিয়ে আসর শুরু করে ধারাবাহিকতা ধরে রাখতে চায় দুই দলের অধিনায়করা। 

পিএসএলের এবারের আসরে দল সাজানোর দিক দিয়ে কোয়েট্টার তুলনায় ইসলামাবাদকেই এগিয়ে রাখতে হবে। কারণ দেশী খেলোয়াড়দের পাশাপাশি বিদেশীদের মধ্যে ইয়ান বেল, ক্যামেরন ডেলপোর্ট লুক রঙ্কি, সামিত প্যাটেল এবং ওয়েন পারনেলদের মত তারকাদের দলে ভিড়িয়েছে তারা।

মিসবাহ উল হক দল ছাড়লেও অধিনায়ক হিসেবে থাকবেন অভিজ্ঞ মোহাম্মদ সামি। এছাড়া দেশীদের মধ্যে ফাহিম আশরাফ-শাদাব খানরা আছেন ইসলামাদের শক্তি বাড়ানোর জন্য।

এর আগে সরফরাজ আহমেদের অধীনে পিএসএলের ফাইনালে খেলার অভিজ্ঞতা থাকলেও শিরোপা জিততে পারে নি কোয়েট্টা। তবে এবার সেই আক্ষেপ ঘোচাতে চাইবে তারা। তাদের দলটিতে এবার রয়েছে রাইলি রুশো, শেন ওয়াটসন, সুনিল নারিন এবং ডুয়াইন ব্রাভোদের মত বিদেশী তারকারা। 

এছাড়া দেশী ক্রিকেটারদের মধ্যে উমর আকমল, আহমেদ শেহজাদ এবং মোহাম্মদ নাওয়াজদের মত অভিজ্ঞরা আছেন এই দলে। তাই ইসলামাদকে টক্কর দেয়ার মত ক্ষমতা রাখে তাঁরা।

কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স স্কোয়াডঃ 

সরফরাজ আহমেদ (অধিনায়ক), সুনিল নারাইন, ডোয়াইন ব্রাভো, শেন ওয়াটসন, সোহেল তানভীর, মোহাম্মদ নওয়াজ, রাইলি রুশো, উমর আকমল, ফাওয়াদ আহমেদ, গুলাম মোদাচ্ছের, হ্যারি হেনরি, আহমেদ শেহজাদ, আজম খান ও জালাত খান।

ইসলামাবাদ ইউনাইটেড স্কোয়াডঃ

শাদাব খান, লুক রঙ্কি, মোহাম্মদ সামি (অধিনায়ক), আসিফ আলি, ইয়ান বেল, ফাহিম আশরাফ, রুম্মান রইস, সামিত প্যাটেল, ফিলিপ সল্ট, হোসাইন তালাত, সাহেবজাদা ফারহান, জাফর গহর, ওয়াকাস মাকসুদ, ক্যামেরুন ডেলপোর্ট, মোহাম্মদ নাওয়াজ, ওয়েন পারনেল, জহির খান, আহমেদ বাট ও রিজয়ান হোসাইন।