বিপিএল

আমি একজন রহস্যময় পেসারঃ হাওয়েল

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 15:40 সোমবার, 04 ফেব্রুয়ারি, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল নিজেকে পুরো বিশ্বের নাগরিক বলতেই পারেন। ফ্রান্সে জন্ম ও বড় হওয়া হাওয়েলের বাবা ইংলিশ এবং মা অস্ট্রেলিয়ান। তাঁর স্ত্রী আবার আর্জেন্টাইন-আমেরিকান। তাঁর জাতীয়তার মতই বৈচিত্র্যময় তাঁর বোলিং। বর্তমান বিশ্বের অন্যতম রহস্যময় পেসার হাওয়েল রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলছেন। ক্রিকফ্রেঞ্জির সাথে বিশেষ সাক্ষাৎকারে নিজের বৈচিত্র্যে ভরা জীবন ও ক্রিকেট নিয়ে কথা বলেছেন তিনি। 

সাক্ষাৎকারটি পাঠকদের সুবিধার্থে তুলে ধরা হল....

ক্রিকফ্রেঞ্জিঃ বৈশ্বিক নাগরিক বলা হয় আপনাকে, কারণ কী?

হাওয়েলঃ আমার মা অস্ট্রেলিয়ান, বাবা ইংলিশ। তাঁরা ফ্রান্সে ছিল যখন আমার জন্ম হয়েছিল। আমার স্ত্রী আবার আর্জেন্টাইন-আমেরিকান। আমাদের ছোট বাচ্চা আছে, সেও আর্জেন্টাইন-আমেরিকান। আমেরিকান, অস্ট্রেলিয়ান, আর্জেন্টাইন ও ইংলিশ, এটাই আমার পরিচয়।

ক্রিকফ্রেঞ্জিঃ বিপিএলের প্রস্তুতি আর্জেন্টিনায় নিয়েছিলেন?

হাওয়েলঃ হ্যাঁ, আমি আর আমার পরিবার বড় দিনের ছুটি সেখানে কাটিয়েছি। ওরা ক্রিকেট জানে না। ওরা ফুটবল খেলে থাকে। সুতরাং অনুশীলনের জন্য আমাকে হকি নয়তো ফুটবলের মাঠ খুঁজে নিতে হয়েছে। আমার দিকে ওরা হাস্যকর দৃষ্টি দিয়ে তাকাচ্ছিল, কিন্তু এটা আমাকে করতেই হত।

ক্রিকফ্রেঞ্জিঃ আর্জেন্টাইন তারকা ফুটবলারদের সাথে দেখা হয়েছে?

হাওয়েলঃ না, আমার কোন ফুটবলারের সাথে দেখা হয়নি। আমি নিজেই অনুশীলন করেছি, একা একা। নিজের উইকেট নিজেই মেপে নিতাম। বোলিং করতাম, বিভিন্ন ডেলিভারি নিয়ে কাজ করতাম। 

ক্রিকফ্রেঞ্জিঃ আপনার ক্রিকেটে বেসবলের প্রভাব উল্লেখযোগ্য...

হাওয়েলঃ আমি যখন আমেরিকা গিয়েছিলাম, তখন বেসবল ম্যাচ দেখতে গিয়েছিলাম। সেখানেই আমার স্ত্রীর সাথে পরিচয়। আমি বেসবল পিচারদের বল ছোড়া দেখে অনুপ্রাণিত হয়েছি। নাকল বল, কার্ভ বল, এইসব আমার মনে ধরে। সিদ্ধান্ত নিয়ে ফেলি, ক্রিকেটে এর ব্যবহার করব। 

ক্রিকফ্রেঞ্জিঃ মেজর লীগ বেসবল খেলেছিলেন?

হাওয়েলঃ না, আমি মেজর লীগ পর্যন্ত যেতে পারি নি। কিন্তু আমি ক্লাভ পর্যায়ে খেলেছি। আমি মাইনর লীগ ও মেজর লীগে খেলা পিচারদের কাছ থেকে টিপস নিয়েছি, পরে সেগুলো ক্রিকেটে নিয়ে এসেছি।

ক্রিকফ্রেঞ্জিঃ আপনার ৫০ ধরনের স্লোয়ার ডেলিভারি আছে?

হাওয়েলঃ নাহ, একটু বাড়িয়ে বলা হচ্ছে। আমার বেশ কিছু ভিন্ন ডেলিভারি আছে। উইকেট ও প্রতিপক্ষ ব্যাটসম্যান বিবেচনা করে আমি সেগুলো ব্যবহার করি। তবে আমার রসদে বেশ কিছু ডেলিভারি আছে। 

ক্রিকফেঞ্জিঃ জ্যারড কিম্বার, জনপ্রিয় অস্ট্রেলিয়ান সাংবাদিক আপনাকে বিশ্বের সবচেয়ে ইন্টারেস্টিং বোলার বলেছিলেন, আপনিও কি তাই মনে করেন?

হাওয়েলঃ আমি সাধারন মিডিয়াম পেসার বোলার না। আমি স্পিনার ও মিডিয়াম পেসারের মাঝামাঝি একজন। আমি একজন রহস্যময় পেসার, অনেকটা জোরে বল করা স্পিনারের মতন।

ক্রিকফ্রেঞ্জিঃ ভিন্ন ভিন্ন ডেলিভারি কিভাবে আয়ত্ত করলেন?

হাওয়েলঃ যদি নিজে উপভোগ করেন, তাহলে খুব কঠিন না।

ক্রিকফেঞ্জিঃ নাকল বল কিভাবে করেন?

হাওয়েলঃ অনেক অনেক অনুশীলন। মোটা  আঙ্গুলের গাঁট থাকতে হবে আপনার। বলকে আঙ্গুলের গাঁটে ধরে রাখার অনুশীলন করতে হবে, নিজের রুমে, বাসায়, হাটার সময়। প্রায় সবসময় বল ধরে রাখতে হবে, এভাবেই আপনি বল গ্রিপে অভস্থ হতে পারবেন। অনুশীলন, অনুশীলন এবং টানা অনুশীলন, ভালোমতো অনুশীলন করলে দেখবেন সময়ের সাথে সাথে নাকল বল করা সম্ভব।

ক্রিকফ্রেঞ্জিঃ স্ক্রু বল কী?

হাওয়েলঃ স্ক্রু বল, এটা অনেকটা লেগ কাটারের মতন। বল ফাইন লেগ থেকে মিড অফের দিকে উল্টা পথে ঘুরে। বল ডানহাতি ব্যাটসম্যানের স্ট্যাম্পের দিকে হেলে আসে। বেসবলে এই নাম ব্যবহার করা হয়। পিচাররা ব্যবহার করে এই ডেলিভারি। 

ক্রিকফ্রেঞ্জিঃ কার্ভ বল কিভাবে করা যায়?

হাওয়েলঃ ডোয়াইন ব্রাভো কার্ভ বল করে থাকে। রিলিস পয়েন্টের ওপর থেকে ভিন্ন অ্যাঙ্গেলে এই ডেলিভারি করা হয়, অনেকটা স্পিনারের মতন।

ক্রিকফ্রেঞ্জিঃ টি-টুয়েন্টি ক্রিকেট ভিন্ন ভিন্ন ডেলিভারির চাহিদা বাড়াচ্ছে?

হাওয়েলঃ হ্যাঁ অবশ্যই। বেসবলে হোম রান হাঁকানোর চেষ্টায় থাকে, ক্রিকেটে ছক্কা। অনেকটা একই। আপনি যদি বেসবল স্কিল ক্রিকেটে নিয়ে আসতে পারেন, আমি মনে করি আপনি সফল হবেন।

ক্রিকফ্রেঞ্জিঃ আপনি কি মনে করেন, ভবিষ্যতে এমন ডেলিভারি ব্যবহার করা বোলারের সংখ্যা বাড়বে?

হাওয়েলঃ তাদের করতেই হবে। ব্যাটসম্যানরা যেভাবে বল দূরে পাঠাচ্ছে, বোলারদের পিছিয়ে পড়লে চলবে না। তাদেরও উন্নতি করতে হবে এবং ব্যাটসম্যানদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। 

ক্রিকফ্রেঞ্জিঃ ভিন্ন ভিন্ন ডেলিভারিতে ইংল্যান্ডের মাটিতে সফল হয়েছেন, এখানেও সেগুলো কাজে দিচ্ছে? 

হাওয়েলঃ অবশ্যই, যদি আপনি ঠিক মত করতে পারেন, কোন কন্ডিশনে করছে সেটা গুরুত্বপূর্ণ না। আপনি বল ঘুরা থেকে বিরত রাখতে চাইবেন। বল ঘুরছে না, এর মানে হচ্ছে আপনি বাতাসেই বল ডানে বামে নিয়ে যাবে। পুরো বিষয়টাই বাতাসে বলকে মুভমেন্টের বিষয়। তবে অবশ্যই ব্যাটসম্যানকে দোটানায় ফেলতে ভালো জায়গায় বল করতে হবে।

ক্রিকফ্রেঞ্জিঃ ভবিষ্যতে কোচিং করানোর ইচ্ছে আছে?

হাওয়েলঃ ভবিষ্যতে, হ্যাঁ অবশ্যই। আমার অনেক দূর যাওয়ার বাকি এখনও, একজন ক্রিকেটার হিসেবে। খেলা শেষে আমার স্কিল ব্যবহার করে কোচিং করানো, হ্যাঁ সেই ইচ্ছে আছে। তবে প্রথমে আমি ইংল্যান্ডের হয়ে খেলতে চাই। যত বেশি ফ্র্যাঞ্জাইজি লীগ ও আইপিএল খেলা যায় সেই চেষ্টাও আছে। তবে আপনাকে পারফর্ম করে যেতে হবে।

ক্রিকফ্রেঞ্জিঃ ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন আছে?

হাওয়েলঃ আমি ইংল্যান্ডের হয়ে খেলতে চাই, সীমিত ওভারের ক্রিকেটে। আমাকে নিজের ব্যাটিং নিয়ে অনেক কাজ করতে হবে, নিজেকে সত্যিকারের অলরাউন্ডারে পরিণত করতে হবে। 

ক্রিকফ্রেঞ্জিঃ বিপিএল খেলছেন তৃতীয়বারের মতন, বাংলাদেশে ক্রিকেট খেলার অভিজ্ঞতা কেমন?

হাওয়েলঃ দারুণ, রংপুরে খেলার অভিজ্ঞতা অসাধারণ। দারুণ স্কোয়াডের সাথে খেলছি আমি। টম মুডি সব কিছু খুব দারুণ ভাবে পরিচালনা করে। দলে দারুণ সব ক্রিকেটার খেলছে। এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, অ্যালেক্স হেইলস, রাইলি রুশো ও রবি বোপারা, সবাই। এক কথায় দারুণ অভিজ্ঞতা।

ক্রিকফ্রেঞ্জিঃ ডি ভিলিয়ার্স আপনাকে স্কিলফুল বোলার বলেছে...

হাওয়েলঃ আমার কাজ ওর খুব পছন্দ। সে বলেছে আমার নাম আগামী আইপিএলে তুলবে। আমাকে ব্যাটে বলে পারফর্ম করতে হবে। তাঁর সাথে কথার বলার অভিজ্ঞতা দারুণ।

ক্রিকফ্রেঞ্জিঃ বিপিএল আপনার ক্যারিয়ারে কি যোগ করছে?

হাওয়েলঃ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রথমত আমি খেলার সুযোগ পাচ্ছি। বিপিএলে অনেক বিশ্বমানের খেলোয়াড় আসছে। আপনি বড় বড় তারকারদের পক্ষে বিপক্ষে খেলতে পারছেন। আপনি উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জন করছেন। এছাড়া টম মুডির মতন কোচের সাথে কাজ করা, যার অনেক দলের সাথে যোগাযোগ আছে বিশ্বের, যার সুবাদে আমি অন্য দলেও সুযোগ পেতে পারি।

ক্রিকফ্রেঞ্জিঃ মাশরাফির সাথে খেলার অভিজ্ঞতা কেমন?

হাওয়েলঃ ম্যাশ দারুণ। খুবই মজার মানুষ। আর অবশ্যই একজন মহান অধিনায়ক, তাঁর রেকর্ডও একই কথা বলে। সবাই তাঁকে পছন্দ করে, সে একজন সত্যিকারের নেতা।

ক্রিকফ্রেঞ্জিঃ আপনি এডিএইচডি রোগের সাথে লড়ছেন...

হাওয়েলঃ আমার এডিএইচডি আছে। আমি বড় হয়েছি এটা নিয়ে। এটা হতাশা সংক্রান্ত রোগ। আমি ভালোই আছি এখন, উন্নতি করছি। সব ঠিক আছে এখন। আমি অনেক ধ্যান করি নিজের মস্তিষ্ক পরিস্কার করার জন্য।