যুব ক্রিকেট

যুব ক্রিকেটে চলছে বোলারদের দাপট

Online Desk

Online Desk
প্রকাশের তারিখ: 22:49 রবিবার, 03 ফেব্রুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ালটন তৃতীয় ইয়ুথ ক্রিকেট লিগে চলছে বোলারদের দাপট। তৃতীয় রাউন্ডে এখন পর্যন্ত সাত হাফ সেঞ্চুরি এলেও সেঞ্চুরি হয়নি একটিও। অন্যদিকে পাঁচ বোলার ছুঁয়েছেন পাঁচের মাইলফলক। 

দ্বিতীয় রাউন্ডে বগুড়ায় সাত উইকেট পেয়েছেন ইষ্ট জোনের বায়েজিদ মিয়া রোমেন। এখন পর্যন্ত যুব ক্রিকেটে এটাই সেরা বোলিং। ৫২ রানে সেন্ট্রাল জোনের সাত ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান বায়েজিদ। 

অবশ্য এর আগে সেন্ট্রাল জোনের আশিকুর রহমান নাবিল বল হাতে নেন পাঁচ উইকেট। সতীর্থ নাঈমুর রহমান পেয়েছেন চার উইকেট। দ্বিতীয় ইনিংসে সেন্ট্রাল জোনের একে এস এস স্বাধীন ৬৫ রানে নিয়েছেন পাঁচ উইকেট। 

রাজশাহীতেও বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন বোলাররা। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে সবথেকে বেশি আলো কেড়েছেন তকি ইয়াসির রাহাত। নর্থ জোনের প্রথম ইনিংসের ৪ উইকেট নেন তকি। 

দ্বিতীয় ইনিংসে ফিরে পেয়েছেন ৫ উইকেট। ভালো বোলিং করেও পরাজয় আটকাতে পারেননি এ বোলার। এ মাঠে তৃতীয় দিনই জয়ের স্বাদ পেয়েছে নর্থ জোন। ২৭৪ রানের লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছিল সাউথ জোন। ২২০ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে তারা। 

নর্থ জোনকে জিতিয়েছেন দুই বোলার মেহরাব হোসেন অহিন ও মাহিয়ুল ইসলাম পাটোয়ারি। অহিন চার এবং পাটোয়ারি পেয়েছেন পাঁচ উইকেট। প্রথম ইনিংসে নর্থ জোনের লিওন ইসলাম চার উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ছিলেন উইকেটশূন্য।