পিএসএল ২০১৯

পাকিস্তানের মাটিতে খেলবেন ডি-ভিলিয়ার্স

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 12:40 সোমবার, 14 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের মাটিতে পিএসএল খেলার জন্য সম্মতি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। লাহোর কালান্দার্সের জার্সিতে মার্চের ৯ এবং ১০ তারিখ পিএসএলের গ্রুপ পর্বের দুটি ম্যাচ লাহোরে খেলবেন তিনি। 

এছাড়া শেষ চারে তাঁর দল কোয়ালিফাই করলে পাকিস্তানে প্লে অফ এবং ফাইনালও খেলবেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। সোমবার পাকিস্তানের মাটিতে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন ডি ভিলিয়ার্স নিজেই। তাঁর ভাষায়,

'খুব আনন্দের সাথে জানাচ্ছি, লাহোরের ঘরের মাঠে কালান্দার্সের হয়ে পিএসএল খেলবো আমি। মার্চের ৯ এবং ১০ তারিখ অনুষ্ঠিত দুটি ম্যাচেই অংশ নিচ্ছি।

'ব্যক্তিগত ভাবে আমি মনে করি এখানে আমার অংশগ্রহণ পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে সাহায্য করবে।' 

গেল ১৮ মাসের মধ্যে পাকিস্তানের মাটিতে অংশ নেয়া ষষ্ঠ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হবেন এবি। এর আগে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলেছিলেন হাশিম আমলা, ইমরান তাহির, ফাফ ডু প্লেসিস, মরনে মরকেল এবং ডেভিড মিলাররা।

এবারই প্রথম পাকিস্তান সুপার লীগে অংশ নিচ্ছেন ডি ভিলিয়ার্স। পাকিস্তান সুপার লীগের প্লেয়ার্স ড্রাফট থেকে তাঁকে সবার আগে দলে ভেড়ায় এখন পর্যন্ত টুর্নামেন্টের কোন আসরে প্লে-অফ খেলতে না পারা লাহোর কালান্দার্স।

আসন্ন আসরে ডি ভিলিয়ার্সের পাশাপাশি নিউজিল্যান্ডের করি অ্যান্ডারসন, উইন্ডিজ অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট এবং জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলরদের মত বিদেশী তারকাদের দলে ভিড়িয়েছে লাহোর। এবারের আসরে লাহোরের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।