বিগ ব্যাশ লিগ ২০১৮

স্টইনিসের অলরাউন্ড নৈপুণ্যে স্টার্সের দাপুটে জয়

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:35 মঙ্গলবার, 01 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিগ ব্যাশ লিগে (বিবিএল) মেলবোর্ন ডার্বিতে রেনেগেডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্টার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছিল মেলবোর্ন রেনেগেডস।

জবাবে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মেলবোর্ন স্টার্স। ৭৮ রানে অপরাজিত থেকে দলের বড় জয় নিশ্চিত করেছেন ওপেনার মার্কুস স্টইনিস। এর আগে বল হাতেও চমক দেখিয়েছেন তিনি।

মাঝারি লক্ষ্যে খেলতে নেমে মার্কুস স্টইনিস, বেন ডাঙ্ককে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন। ডাঙ্ক ৩২ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি নিক লারকিন। তিনি আউট হয়েছেন মাত্র ৩ রান করে।

চতুর্থ উইকেট জুটিতে আরেকটি বড় জুটি গড়ে দলকে বড় জয়ের পথ দেখিয়েছেন স্টইনিস ও অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল শেষ দিকে ৩৩ রান করে ফিরলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন স্টইনিস।

তিনি ৪ ছয় আর সমান সংখ্যক চারে ৭৮ রানের ইনিংস খেলেছেন। ১ রান করে তাঁর সঙ্গী ছিলেন সেব গচ। এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ৫২ রান যোগ করেন রেনেগেডসের দুই ওপেনার স্যাম হারপার ও ম্যাকেঞ্জি হার্ভে।

হার্ভে ২১ রান করে ফেরার পর দ্রুতই ৩০ রান করে ফিরে গেছেন হার্পার। এই দুজন আউট হবার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রেনেগেডস। মিডেল অর্ডারে ড্যানিয়েল ক্রিস্টিয়ানের ৩২ ছাড়া আর কেউ দাঁড়াতে না পারলে ২০ ওভারে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রান।

স্টার্সের হয়ে ৩টি উইকেট নিয়েছেন ডুয়াইন ব্রাভো। তাছাড়া ২টি করে উইকেট গেছে স্কট বল্যান্ড ও মার্কুস স্টইনিসের ঝুলিতে। সন্দিপ লামিচানে ও অ্যাডাম জাম্পা নিয়েছেন ১টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ

মেলবোর্ন রেনেগেডসঃ ১৪৮/৯ (২০ ওভার)

(হার্পার, ৩০, হার্ভে ২১, ক্রিস্টিয়ান) (ব্রাভো ৩/২৭, বল্যান্ড ২/৩২, স্টইনিস ২/২৬)

মেলবোর্ন স্টার্সঃ ১৫১/৩ (১৭.৫ ওভার)

(স্টইনিস ৭৮*, ম্যাক্সওয়েল ৩৩) (বয়েস ২/২৩)