বিগ ব্যাশ

হোবার্টের জয়ের নায়ক ম্যাথু ওয়েড

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 18:21 শুক্রবার, 28 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||  

এবারের বিগ ব্যাশ লীগে এখন পর্যন্ত দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন হোবার্ট হারিকেন্স দলটি। টানা তিনটি ম্যাচ জিতে এরই মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। সর্বশেষ সিডনি থান্ডারের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ের দেখা পেয়েছে ওয়েড বাহিনী।

আর এই জয়ের পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন অধিনায়ক ওয়েড নিজেই। সিডনির ছুঁড়ে দেয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ৪৯ বলে ক্যারিয়ার সেরা ৮৫ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছেন তিনি। যেখানে ছিলো ৪টি ছয় এবং ৭টি চার।

তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন ডারসি শর্ট। ৩টি ছয় এবং ৫টি চারের সাহায্যে মাত্র ৩৯ বলে ৫৮ রানের আরেকটি দারুণ ইনিংস খেলেছেন তিনি। এছাড়াও ১৮ বলে ২২ রান করেন বেন ম্যাকডারমট এবং ১০ বলে ২৩ রান এসেছে জর্জ বেইলির ব্যাট থেকে।  

হোবার্টের ব্যাটসম্যানদের সামনে বাঁহাতি পেসার স্যাম রেইনবার্ড ছাড়া আর কেউই তেমন বেশি সুবিধা করতে পারেননি। ২ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান খরচায় ২টি উইকেট শিকার করেছেন তিনি।  

এর আগে হোবার্টের বেলেরিভ ওভালে অনুষ্ঠিত ম্যাচটির শুরুতে টসে জিতে জিতে শেন ওয়াটসনের সিডনিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন থান্ডার অধিনায়ক ওয়েড। পরবর্তীতে ব্যাটিং করতে নেমে ঝড় তুলেছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।

মাত্র ৫৪টি বল খেলে ৪ ছয় ও ৮ চারের মাধ্যমে ৮৯ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। মূলত তাঁর ব্যাটেই লড়াই করার পুঁজি পেয়েছিলো সিডনি থান্ডার। বাটলার ছাড়াও অধিনায়ক ওয়াটসন ২০, ক্রিস গ্রিন ২৬ এবং জো রুট ১৭ রান করেন। নির্ধারিত ২০ ওভারে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করতে সক্ষম হয় ওয়াটসনের সিডনি দলটি। 

হোবার্টের হয়ে ৪ ওভার বোলিং করে ২টি করে উইকেট শিকার করেছিলেন জেমস ফকনার এবং ক্লাইভ রোস। ফকনার ৩৪ এবং রোস ৩০ রান খরচ করেছেন। এছাড়া ১টি করে  উইকেট নিতে পেরেছেন জোফরা আর্চার এবং রাইলি মেরেডিথ। 

মাত্র ৪৯ বলে ৮৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার কারণে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হোবার্ট অধিনায়ক ম্যাথু ওয়েড। এই পরাজয়ের ফলে বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয়তে নেমে গিয়েছে সিডনি থান্ডার।

সংক্ষিপ্ত স্কোরঃ

সিডনি থান্ডারঃ ১৯৩/৬ (২০ ওভার) (বাটলার- ৮৯, গ্রিন-২৬; রোজ- ২/৩০, ফকনার-২/৩৪) 

হোবার্ট হারিকেন্সঃ ১৯৬/৩ (১৯.১ ওভার) (ওয়েড- ৮৫, শর্ট- ৫৮; রেইনবার্ড- ২/২৫)