বিসিএল

রান তালিকার শীর্ষে বিজয়

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:25 বৃহস্পতিবার, 27 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন দক্ষিণাঞ্চলের এনামুল হক বিজয়। ছয় ম্যাচের ১২ ইনিংসে তাঁর সংগ্রহ ৬৫.৮০ গড়ে ৫২২ রান।

দলকে শিরোপা জেতাতে এই রান সংগ্রহ করতে তিনি হাঁকিয়েছেন দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি। আসরে সবচেয়ে বেশি চারের মারও এসেছে তাঁর ব্যাট থেকে (৬৬টি)।

এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন উত্তরাঞ্চলের অলরাউন্ডার নাঈম ইসলাম। এক সময়ের জাতীয় দলের এই নিয়মিত ক্রিকেটার এবার ছয় ম্যাচ খেলে দশ ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ৫২.২০ গড়ে ৫২২ রান।

বিজয়ের মতো তাঁর ব্যাটেও এসেছে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি। তালিকার তৃতীয় স্থানে আছেন উত্তরাঞ্চলের ওপেনার জুনায়েদ সিদ্দিকি। 

নাঈমের সমান ম্যাচ খেলে ১১ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে তিনি করেছেন ৫০ গড়ে ৫০০ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি চারটি হাফসেঞ্চুরি করেছেন তিনি।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার চতুর্থ স্থানে আছেন পূর্বাঞ্চলের রনি তালুকদার। একটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি যোগে দশ ইনিংসে তিনি করেছেন ৪৬০ রান।

রনির চেয়ে এক রান কম (৪৫৯ রান) করে তালিকার পঞ্চম স্থানে আছেন দক্ষিণাঞ্চলের মেহেদি হাসান। আসরে সেঞ্চুরি না থাকলেও কার্যকরী চারটি ফিফটি আছে তাঁর।