বিসিএল

বিসিএল চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:30 বৃহস্পতিবার, 27 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

উত্তরাঞ্চলকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) শিরোপা জিতেছে আব্দুর রাজ্জাকের দক্ষিণাঞ্চল। এই নিয়ে টানা দ্বিতীয় এবং নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুললো দলটি। এর আগে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ সালে টানা শিরোপা জিতেছিল তাঁরা, এছাড়া ২০১৭-১৮ মৌসুমে তৃতীয় শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল দক্ষিণাঞ্চল।

চতুর্থ দিন সকালে মাঠে নামার আগে দক্ষিণাঞ্চলের জন্য শিরোপা জয়ের সমীকরণটা ছিল একদম সোজা। এই ম্যাচে জয় পেলেই শিরোপা জিতবে তাঁরা। তবে ম্যাচ ড্র হলে বা হেরে গেলে শিরোপা বঞ্চিত হতে হত তাদের। 

সেক্ষেত্রে প্রথমবারের মত শিরোপা ঘরে তুলতো পূর্বাঞ্চল। কিন্তু শেষ পর্যন্ত বড় জয়ে ৩১.৮৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণাঞ্চল। দ্বিতীয় স্থানে থাকা পূর্বাঞ্চলের পয়েন্ট ২৯.১৪।

ষষ্ঠ রাউন্ডের শেষ দিন জয়ের জন্য দক্ষিণাঞ্চলকে মাত্র ৩৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় উত্তরাঞ্চল। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানে শাহরিয়ার নাফিস সাজঘরে ফিরলেও আনামুল হক বিজয় এবং ফজলে রাব্বির ব্যাটে ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছায় দক্ষিণাঞ্চল। বিজয় ২০ এবং ফজলে রাব্বি ৮ রান নিয়ে অপরাজিত থাকেন। উত্তরাঞ্চলের পক্ষে একমাত্র উইকেটটি নেন ধিমান ঘোষ।  

এর আগে দিনের শুরুতে আগের দিনের ৫ উইকেটে ১৮৬ রান নিয়ে খেলতে নেমে ২৮০ রানে অল আউট হয় উত্তরাঞ্চল। দিনের শুরুতেই ধিমান ঘোষ ১৩ রানে সাজঘরে ফিরলেও একপ্রান্তে থিতু হয়ে খেলতে থাকেন জিয়াউর রহমান। 

নিচের সারির ব্যাটসম্যানদের সঙ্গে জুটি গড়ে জিয়া তুলে নেন ফিফটি। সেই সঙ্গে দলকে ২৫০ রানের পুঁজি এনে দিয়ে লিড নিতে সাহায্য করেন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে এবাদত সাজঘরে ফিরলে জিয়া অপরাজিত থাকেন ১২১ বলে ৭৭ রান নিয়ে। আব্দুর রাজ্জাক দক্ষিণাঞ্চলের পক্ষে দ্বিতীয় ইনিংসেও নেন ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে দক্ষিণাঞ্চলের অধিনায়ক নির্বাচিত হন ম্যাচ সেরা। 

এদিকে নিজেদের প্রথম ইনিন্সে আনামুল হক বিজয় এবং আল আমিনের শতকের উপর ভর করে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে অল আউট হয় ৫৪১ রানে। বিজয় ১৮০ এবং আল আমিন দলের পক্ষে করেন ১২৮ রান। আর উত্তরাঞ্চল নিজেদের প্রথম ইনিংসে আরিফুল হকের ৯৮ রানের উপর ভর করে করেছিল ২৯৩ রান।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৯৩ অল আউট (৮৩.৪ ওভার) (আরিফুল ৯৮, জিয়াউর ৬৯) (রাজ্জাক ৭/৬৯)

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৫৪১ অল আউট (১২৫.৩ ওভার) (এনামুল হক ১৮০, আল আমিন জুনিয়র ১২৮), (সানজামুল ৬/১৫৮) 

উত্তরাঞ্চল ২য় ইনিংস: ১৮৬/৫ (৫৮ ওভার) (জুনায়েদ ৭৭, নাঈম ৬৭) (মনির ১/২৬, নাহিদুল ১/৮) 

দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ৩৫/১ (৭.১ ওভার) (বিজয় ২০*, রাব্বি ৮*), (ধিমান ১/১০)

ফলাফলঃ ৯ উইকেটে জয়ী দক্ষিণাঞ্চল