প্রথম শ্রেণীর ক্রিকেট

সর্বোচ্চ উচ্চতায় নাঈম হাসান

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 23:14 বুধবার, 26 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) আসরের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন পূর্বাঞ্চলের স্পিনার নাঈম  হাসান।

মধ্যাঞ্চলের বিপক্ষে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৭ রানে ৮ উইকেট শিকার করেছেন ১৮ বছর বয়সী এই তরুণ।

ফলে দেশের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে কোনও অফস্পিনার হিসেবে সবথেকে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন নাইম। এর আগে যেই রেকর্ডটি ছিলো জামালউদ্দিন বাবুর।

২০০৫ সালে বরিশাল বিভাগের বিপক্ষে খেলতে নেমে ৬৭ রান খরচায় ৮ উইকেট শিকার করেছিলেন খুলনা বিভাগের এই অফ স্পিনার। তালিকায় এরপরের স্থানটিতে আছেন তরিকুল ইসলাম।

বরিশাল বিভাগের হয়ে খেলা এই বোলার ২০০৭ সালে খুলনার বিপক্ষে খেলতে নেমে ৮৮ রানে ৮ উইকেট নিয়েছিলেন। তরিকুলের পরের স্থানটিিও অবশ্য দখলে নাঈমের।

চলতি বছর জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) ম্যাচে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে নেমে ঢাকার বিপক্ষে ১০৬ রানে ৮ উইকেট শিকার করার কীর্তি গড়েছিলেন তিনি। এবার ক্যারিয়ার সেরা বোলিং করে সবার ওপরে জায়গা করে নিলেন এই তরুণ। 

প্রথম শ্রেণীর ক্রিকেটে সেরা বোলিং ফিগারঃ    

১।  নাঈম হাসান (৮/৪৭ ), দলঃ পূর্বাঞ্চল, প্রতিপক্ষঃ মধ্যাঞ্চল, ২৪ ডিসেম্বর ২০১৮

২। জামালউদ্দিন বাবু (৮/৬৭), দলঃ খুলনা বিভাগ, প্রতিপক্ষঃ বরিশাল বিভাগ, ৪ ডিসেম্বর ২০০৫

৩। তরিকুল ইসলাম (৮/৮৮), দলঃ বরিশাল বিভাগ, প্রতিপক্ষঃ খুলনা বিভাগ, ২০ ফেব্রুয়ারী ২০০৭

৪। নাঈম হাসান (৮/১০৬) দলঃ চট্টগ্রাম বিভাগ, প্রতিপক্ষঃ ঢাকা বিভাগ, ২২ অক্টোবর ২০১৮