বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)

এনামুল-আল আমিনের সেঞ্চুরিতে রান পাহাড়ে দক্ষিণাঞ্চল

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:50 মঙ্গলবার, 25 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ডে সেঞ্চুরির দেখা পেয়েছেন দক্ষিণাঞ্চলের দুই ব্যাটসম্যান এনামুল হক ও আল আমিন জুনিয়র। এই দুই ব্যাটসম্যানের ইনিংসে ভর করে বড় লিডের স্বপ্ন দেখছে দক্ষিণাঞ্চল।

দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৪০৭ রান। এনামুল ১৫৫ রান করে অপরাজিত আছেন। উত্তরাঞ্চলের করা ২৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে দক্ষিণাঞ্চল এগিয়ে আছে ১১৪ রানের ব্যবধানে।

আগের দিনের ১ উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণাঞ্চল, ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারায় ফজলে মাহমুদের। তিনি মাত্র ৯ রান করে আউট হয়েছেন।

এরপর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি রকিবুল হাসানও। তিনিও ৯ রান করে আউট হয়ে যান। দলীয় ৫৭ রানের মধ্যে শীর্ষ্য ৩ ব্যাটসম্যানকে হারানো দক্ষিণাঞ্চল ম্যাচে ফিরে চতুর্থ উইকেটে এনামুল হক ও আল-আমিনের জুটিতে।

প্রথম শ্রেণীর ক্রিকেটে তৃতীয় শতক তুলে নেয়া আল আমিন জুনিয়র চোটে পড়ে মাঠ ছেড়েছেন ১১০ রান করে। ১১৯ বলের ইনিংসে তিনি ১১টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।

এরপর উইকেটে এসে শুরু থেকেই ওয়ানডে গতিতে খেলতে থাকেন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান। তিনি ৭৬ বলে ৮৪ রান করে আউট হন। তাঁর ইনিংসটি ৭ টি চার ও তিন ছক্কায় সাজানো ছিল।

এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ৫৫ রান যোগ করেছেন নাহিদুল ও এনামুল। নাহিদুল ২৬ রান করে ফিরলে দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। সঙ্গী ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে ১৫৫ রান করে অপরাজিত আছেন এনামুল হক বিজয়।

সপ্তদশ সেঞ্চুরি পাওয়া এনামুল তাঁর ২৮৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ১৩টি চারে। উত্তরাঞ্চলের হয়ে ২টি করে উইকেট দখল করেছেন এবাদত হোসেন ও সানজামুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৮৩.৪ ওভারে ২৯৩ (মিজানুর ২৯, জুনায়েদ ৪৪, ফরহাদ ২৪, নাঈম ৫, জহুরুল ৩, আরিফুল ৯৮, ধীমান ১২, জিয়া ৬৯, সানজামুল ০, সাকলাইন ০, ইবাদত ০; শফিউল ১/৭৩, মনির ০/৬১, মেহেদি ১/৪৭, রাজ্জাক ৭/৬৯, নাহিদুল ১/৩৫)

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: (আগের দিন শেষে ২১/১) ৯৫.২ ওভারে ৪০৭/৫ (এনামুল ১৫৫*, মাহমুদ ৯, রকিবুল ৯, আল আমিন জুনিয়র ১১০, মেহেদি ৮৪, নাহিদুল ২৬; এবাদত ২/৫৯, সানজামুল ২/১১৮, নাঈম ০/৬১, জিয়া ০/২০, সাকলাইন ১/১২০, আরিফুল ০/১৭)