বিগ ব্যাশ লিগ ২০১৮

নবী-ক্রিস্টিয়ানের ব্যাটে জিতল রেনেগেডস

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:54 রবিবার, 23 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বিগ ব্যাশ লিগে (বিবিএল) মোহাম্মদ নবী আর ড্যানিয়েল ক্রিস্টিয়ানের ঝড়ো ব্যাটিংয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মেলবোর্ন রেনেগেডস।

স্ট্রাইকার্সের দেয়া ১৭৫ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ৫ উইকেট হাতে রেখে ১৯.১ ওভারে। বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি রেনেগেডসের। তারা দলীয় ২১ রানে ওপেনার টিম লুডেমেনের উইকেট হারায়।

তিনি ৮ রান করে আউট হয়েছেন। দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন স্যাম হারপার ও ক্যামেরন হোয়াইট। হারপার ২৮ করে ফিরেছেন। এরপর দ্রুতই ফিরে গেছেন হোয়াইট (৩২)।

দুজনকেই নিজের শিকার বানিয়েছেন স্ট্রাইকার্স তারকা স্পিনার রশিদ খান। এরপর কেলভিন স্মিথ ৩ ও রেনেগেডসের অধিনায়ক টম কুপার রানের খাতা খোলার আগেই ফিরলে আবারও বিপর্যয়ে পড়ে দলটি।

এখান থেকে দলকে টেনে তুলেছেন মোহাম্মদ নবী ও ড্যানিয়েল ক্রিস্টিয়ান। ষষ্ঠ উইকেটে ৯৪ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছেড়েছেন দুজনে।

নবী ৪৮ ও ক্রিস্টিয়ান ৪৯ রান করে অপরাজিত ছিলেন। মাত্র ১৩ রানে ২ উইকেট শিকার করে স্ট্রাইকার্সের সেরা বোলার রশিদ খান। তাছাড়া, বিলি স্ট্যানলেক ২টি ও ক্যামেরন ভ্যালেন্ট ১ টি উইকেট দখল করেছেন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানেই ওপেনার অ্যালেক্স ক্যারির উইকেট হারায় স্ট্রাইকার্স। তিনি রান আউটের ফাঁদে পড়েন ৫ রান করে। ২১ রান করে দলটির অধিনায়ক কলিন ইনগ্রাম ফিরে গেলে চাপে পড়ে স্ট্রাইকার্স।

জ্যাক ওয়েদারল্ড দারুণ খেলে ৩২ রান করেছেন। তবে ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন তিনি। এরপর চতুর্থ উইকেটে ১০৪ রানের জুটি গড়ে স্ট্রাইকার্সকে বড় সংগ্রহ এনে দিয়েছেন ম্যাথু শর্ট ও জোনাথন ওয়েলস।

দুজনই ইনিংসের শেষ দিকে আউট হয়েছেন। ওয়েলস ৪২ রান করে আউট হয়েছেন আর শর্ট ৬৫ রানের ইনিংস খেলে ফিরেছেন। শেষ পর্যন্ত জ্যাক লেহম্যান ৭ রানে অপরাজিত থাকলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রানের পুঁজি পায় স্ট্রাইকার্স।

রেনেগেডসের হয়ে ২টি উইকেট নিয়েছেন কেন রিচার্ডসন। আর ১টি করে উইকেট গেছে মোহাম্মদ নবী ও ক্যামেরন বয়েসের ঝুলিতে। 

সংক্ষিপ্ত স্কোরঃ

অ্যাডিলেড স্ট্রাইকার্সঃ ১৭৪/৫ (২০ ওভার)

(শর্ট ৬৫, ওয়েলস ৪২) ( রিচার্ডসন ২/৩৯, নবী ২১/১)

মেলবোর্ন রেনেগেডসঃ ১৭৬/৫ (১৯.১ ওভার)

(নবী ৪৮*, ক্রিস্টিয়ান ৪৯*) (রশিদ ২/১৩, স্ট্যানলেক ৪৩/২)