বিবিএল ২০১৮

স্কোর্চার্সের বিপক্ষে মাঠে নামছে রেনেগেডস

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 00:07 বৃহস্পতিবার, 20 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

বিগ ব্যাশ লিগের (বিবিএল) দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামছে পার্থ স্কোর্চার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায়।

ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে। এই ম্যাচের আগে দুই দলকেই বৃষ্টি নিয়ে ভাবনায় থাকতে হচ্ছে। কারণ আবহাওয়া বার্তায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। 

এদিকে, এই দুই দল এই টুর্নামেন্টে মোট ৮বার মুখোমুখি হয়েছে। সবগুলো ম্যাচেই জিতেছে স্কোর্চার্স। সবশেষ দেখায় স্কোর্চার্স ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছিল রেনেগেডসকে।

এবারের আসরে স্কোর্চাসকে নেতৃত্ব দিচ্ছেন মিচেল মার্শ। দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অন্যদিকে রেনেগেডকে নেতৃত্বে দেবেন টম কুপার।

তাদের কোচ হিসেবে আছেন অ্যাডাম ভোগস। রেনেগেডস শুধু দুইবার সেমিফাইনাল খেলেছে বিবিএলের। এরমধ্যে গত আসরে দ্বিতীয়বারের মতো শেষ চারে জায়গা করে নিয়েছিল দলটি।

স্কোর্চার্স অবশ্য বিবিএলের সবকটি আসরেই সেমিফাইনাল খেলেছে। বিবিএলের সবচেয়ে সফল দল তারা। এই টুর্নামেন্টের সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন দলটি। এবারও শিরোপা জয়ের লক্ষ্যে তারা দল সাজিয়েছে। বিশেষ করে নতুন খেলোয়াড়দের উপরই নির্ভর দলটি।

পার্থ স্কোর্চার্স (স্কোয়াড): মিচেল মার্শ (অধিনায়ক), জোশ ইনগ্লিস, মিচেল ক্লিঞ্জার, স্যাম হোয়াইটম্যান (উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, হিলটন কার্টরাইট, ডেভিড উইলি, নাথান কোল্টার-নাইল, অ্যান্ড্রু টাই, ঝাই রিচার্ডসন, জেসন বেহেনড্রফ, অ্যাশটন অ্যাগার, উসমান কাদির।

মেলবোর্ন রেনেগেডস (স্কোয়াড): ক্যামেরন হোয়াইট, কেন রিচার্ডসন, টম কুপার (অধিনায়ক), ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, জ্যাক ওয়াইল্ডারমুথ, টিম লুডেম্যান (উইকেটরক্ষক), উইল সুইটারল্যান্ড, মোহাম্মদ নবী, ক্রিস ট্রেমেন, ক্যামেরন বয়স, সামিউল্লাহ শেনওয়ারি, কেভিন স্মিথ, স্যাম হারপার।