বিবিএল ২০১৮

ব্রিসবেনকে হারিয়ে শুভসূচনা অ্যাডিলেড স্ট্রাইকার্সের

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:45 বুধবার, 19 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

পর্দা উঠেছে বিগ ব্যাশের অষ্টম আসরের। উদ্বোধনী দিন প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাডিলেড স্ট্রাইকার্স। ব্রিসবেনের মাঠে স্বাগতিক ব্রিসবেন হিটকে ৫ উইকেটে হারিয়েছে কলিন ইংরামের দল।

এদিন টসে জিতে স্বাগতিক ব্রিসবেনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অ্যাডিলেড। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই বিলি স্ট্যানলেককে বাউন্ডারি হাঁকিয়ে বড় ইনিংস খেলার আভাস দেন হিট ওপেনার এবং নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

কিন্তু পরের বলে আবারও বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন তিনি। তিন নম্বরে নেমে আরেক ওপেনার অভিষিক্ত ম্যাক্স ব্রায়ান্টের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক ক্রিস লিন। দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৬ রান।

২০ বলে ৪ বাউন্ডারি এবং ২ ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করে পাওয়ার প্লে'র শেষ ওভারে সাজঘরে ফেরেন লিন। খানিক পর জো বার্নসকে নিজের দ্বিতীয় শিকার হিসেবে তুলে নেন স্ট্যানলেক।

৭৮ রানে ৩ উইকেট হারানোর পর খেই হারিয়ে বসে হিট। স্কোরবোর্ডে ১০১ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে ক্রিস লিনের দল। স্ট্রাকার্স মিডেল অর্ডারে ধ্বস নামান আফগান স্পিনার রশিদ খান।

শেষ উইকেট জুটিতে অবশ্য ৪৫ রান যোগ করেন মুজিব উর রহমান এবং জেমস পিয়ারসন। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৪৬ রানে থামে হিটের ইনিংস। হিটের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক ক্রিস লিনের ব্যাট থেকে।

স্ট্রাইকার্সদের পক্ষে রশিদ খান ১৯ রান খরচায় নেন ৩ উইকেট। ১৪৭ রানের লক্ষ্য পায় অ্যাডিলেড। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই হিটের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই ওপেনার জেক ওয়েদারল্যান্ড এবং অ্যালেক্স ক্যারি।

দুজন মিলে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই যোগ করেন ৫৬ রান। পঞ্চম ওভারের তৃতীয় বলে এসে প্রথম উইকেটের দেখা পায় হিট। জেক ওয়েদারল্যান্ডকে ১৭ রানে বিদায় করেন জো বার্নস।

প্রথম উইকেট তুলে নেয়ার পর হিটকে ম্যাচে ফেরান দলের বোলাররা। অধিনায়ক ইংরাম এবং শর্টকেও দ্রুত বিদায় করেন জেমস প্যাটিনসন। তবে উইকেট হারালেও এক প্রান্তে দাপুটে ব্যাটিং করে ফিফটি তুলে নেন উইকেট রক্ষক ক্যারি।

৪৬ বলে ৭০ রান করে দলীয় ১০৮ রানে ক্যারি ফিরলে ম্যাচ জয়ের স্বপ্ন দেখে হিট। কিন্তু হিটের ম্যাচ জয়ের স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়ান জনাথান ওয়েলস। তাঁর অপরাজিত ২৪ রানের উপর ভর করে ৫ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় তুলে নেয় স্ট্রাইকার্সরা।

সংক্ষিপ্ত স্কোরঃ

ব্রিসবেন হিটঃ ১৪৬ অল আউট (১৯.৪ ওভার), (ক্রিস লিন ৩৩, মুজিব উর রহমান ২৭*), (রশিদ খান ৩/২৭)

অ্যাডিলেড স্ট্রাইকার্সঃ ১৪৭/৫ (১৯.১ ওভার), (অ্যালেক্স ক্যারি ৭০, জনাথান ওয়েলস ২৪*), (জেমস প্যাটিনসন ২/২৩)

ফলাফলঃ স্ট্রাইকার্স ৫ উইকেটে জয়ী