বিগ ব্যাশ

রুটের নতুন মিশন বিবিএলে

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:15 বুধবার, 12 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) পর্দা উঠছে আগামী ১৯ ডিসেম্বর। এই টুর্নামেন্টে সিডনি থান্ডারের হয়ে খেলবেন ইংল্যান্ডের টেস্ট দলপতি জো রুট।

এবারের বিগ ব্যাশে তাঁর ৭টি ম্যাচে খেলার কথা রয়েছে। সিডনি থান্ডারের সাবেক জেনারেল ম্যানেজার ও বর্তমানে ক্রিকেট তাসমানিয়ার প্রধান নির্বাহী নিক কমিন্স জানিয়েছেন, এখানে বেশ ভালো সময় কাটাবেন রুট।

'সিডনি থান্ডার দলগুলোর মধ্যে অনেক শক্তিশালী। জো ম্যাম্বার্স বারে এবং বিভিন্ন অনুষ্ঠানে সময় কাটাতে পারে, অটোগ্রাফ দেয়ার সাথে ভক্তদের সাথে সময় কাটাতে পারে। তারা ভক্ত ও খেলোয়াড়দের একসাথে করার চেষ্টা করে।'

জো রুটকে পাওয়া থান্ডারের জন্য বিশেষ কিছু বলেই মনে করেন কমিন্স। তাঁর বিশ্বাস বিশ্বকাপের আগে রুট নিজেকে প্রমাণ করার জন্য বড় একটি মঞ্চ হিসেবে বিগব্যাশকে।

'ইংল্যান্ডের টেস্ট অধিনায়কে পাওয়া তাদের জন্য দারুণ ব্যাপার। বিশ্বকাপের আগে এখানে অবশ্যই জোয়ের কিছু প্রমাণ করার আছে।'

সিডনি থান্ডারে রুট সঙ্গী হিসেবে পেয়েছেন প্যাট কমিন্স, উসমান খাজা শেন ওয়াটসনের মতো ক্রিকেটারদের। তাছাড়া স্বদেশী জস বাটলারকে দলটিতে সঙ্গী হিসেবে পাচ্ছেন রুট। ফলে দারুণ একটি টুর্নামেন্ট অপেক্ষা করছে তাঁর জন্য।

'এখানে জস বাটলার, শেন ওয়াটসন, প্যাট কমিন্স এবং উসমান খাজা আছে। সে এখানে উচ্চ মানের ক্রিকেট খেলবে।'