বিগ ব্যাশ

বিগ ব্যাশে ব্যাট দিয়ে টস!

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 16:59 সোমবার, 10 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

কয়েন দিয়ে টসের প্রথা বাদ দিয়ে ব্যাট দিয়ে টস করা হবে। আগামী বছর অস্ট্রেলিয়ান টি-টুয়েন্টি লীগ বিগ ব্যাশ থেকে এই প্রথা চালু করা হবে। কয়েন টসের সময় দুই অধিনায়ক 'টেইলস' ও 'হেডস' বলে থাকে। এবার ব্যাট টসের সময় দুই অধিনায়ক 'হিলস' ও 'ফ্ল্যাট' বলে কল করবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ প্রধান কিম ম্যাককইনে এই উদ্যোগ নিয়েছেন। ১৭৪৪ সাল থেকে চলে আসা এই প্রথা বদলে দর্শকদের আকর্ষণ বাড়ানোর নতুন পন্থা বের করেছেন তিনি। 

ক্ষুদে ক্রিকেট ভক্তরা বাড়ির আঙ্গিনায় খেলার সময় কয়েন টস নয়, ব্যাট দিয়ে টস করে থাকে। বিগ ব্যাশে আঙ্গিনার ক্রিকেটের প্রথা নিয়ে আসতে চাইছেন এই ক্রিকেট কর্তা।

তিনি বলেছেন, 'বিগ ব্যাশ টুর্নামেন্টটা কেমন, এটাই তাঁর প্রমাণ। অনেকে পরিবর্তন পছন্দ করে না, কিন্তু আমি চ্যালেঞ্জ করবো তাদের, কে সর্বশেষ মনোযোগ দিয়ে কয়েন টস দেখেছেন। আমরা ক্ষুদে ক্রিকেট ভক্ত ও পরিবারের সদস্যদের আরও কাছে পৌঁছতে চাই।'

ব্যাট দিয়ে টস করার জন্য আলাদা ব্যাট তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান কুকাবুরাকে এই দায়িত্ব দেয়া হবে। 

তাঁর ভাষায়, 'আমাদের ভালো সুযোগ আছে। কুকাবুরা কোম্পানি সমান ওজনের ব্যাট তৈরি করবে।'