বাটলারকে ছাড়াতে পারবেন মমিনুল?

মমিনুল হক
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ দলের ব্যাটসম্যান মমিনুল হকের ব্যাট দারুণ ধারাবাহিক চলতি বছর। এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক রান সংগ্রাহক হওয়ার দৌড়ে তিনিও রয়েছেন। এই তালিকার শীর্ষে আছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।


কোহলিকে ছাড়িয়ে যাওয়া মমিনুলের পক্ষে প্রায় অসম্ভব। তবে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় উপরের সারিতে উঠে আসার সুযোগ রয়েছে তার। চলতি বছরের সর্বাধিক রান সংগ্রহের ছোটো তালিকায়  মমিনুলের অবস্থান এখন ৭ নম্বরে।


promotional_ad

শীর্ষে থাকা কোহলি চলতি বছর ৫৯.০৫ গড়ে ১০৬৩ রান করেছেন। আর মমিনুল ৪৬ গড়ে ৬৪৪ রান করেছেন ৭ ম্যাচে ১৪ ইনিংসে। এই তালিকায় মমিনুলের উপরে আছেন দিমুথ করুনারত্নে ও এইডেন মার্করাম।


এদিকে, চলতি উইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার ঢাকা টেস্টে দারুণ খেলে লঙ্কান ব্যাটসম্যান করুনারত্নে ও প্রোটিয়া ব্যাটসম্যান  মার্করামকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় মমিনুল।


৬৪৭ রান করে ষষ্ঠ স্থানে আছেন করুনারত্নে আর ৬৬০ রান করে এই তালিকার ৫ নম্বরে রয়েছেন মার্করাম। বড় ইনিংস খেলতে পারলে ঢাকা টেস্টে জস বাটলারকেও ছাড়িয়ে যেতে পারেন মমিনুল।


১০ ম্যাচে ১৮ ইনিংসে চতুর্থ স্থানে থাকা বাটলারের সংগ্রহ ৭৬০ রান। কোহলিকে ছাড়াতে না পারলেও বাংলাদেশের হয়ে ইতিমধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক রান করার রেকর্ড নিজের করে নিয়েছেন মমিনুল হক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball