উইমেন্স বিগ ব্যাশ ২০১৮-১৯

ব্রিসবেন ছেড়ে হোবার্টে স্মৃতি মান্ধানা

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 11:20 মঙ্গলবার, 27 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন উইমেন্স বিগ ব্যাশ মৌসুমে হোবার্ট হ্যারিকেন্সের জার্সিতে দেখা যাবে ভারতের নারী দলের সহ অধিনায়ক এবং বাঁহাতি ব্যাটসম্যান স্মৃতি মান্ধানাকে। এর আগে ব্রিসব্রেন হিটের হয়ে খেলা এই ক্রিকেটারকে চতুর্থ মৌসুমের জন্য দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হ্যারিকেন্স কর্তৃপক্ষ।

মান্ধানার পাশাপাশি ভারতের দলপতি হরমানপ্রিত কউর আসন্ন মৌসুমে থাকছেন সিডনি সিডনি থান্ডার্সে। ২০১৭ সালের মৌসুম থেকে থান্ডার্সের জার্সিতেই নারীদের বিগ ব্যাশ মাতিয়ে আসছেন তিনি। 

চলতি বছর টি-টুয়েন্টি ফরম্যাটে নারীদের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান মান্ধানা। সেই সঙ্গে ইংল্যান্ডে উইমেন্স সুপার লীগে দারুণ ফর্মে ছিলেন তিনি। ৪২১ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন এই ভারতীয়। 

প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ব্যাট করা এই বাঁহাতি ওপেনার পুরো টুর্নামেন্টে হাঁকিয়েছেন মোট ২১টি ছক্কা। যা উইমেন্স ক্রিকেট লীগে এখন পর্যন্ত সর্বোচ্চ ছক্কার রেকর্ড। টুর্নামেন্ট সেরার পুরস্কারও পেয়েছিলেন মান্ধানা। 

বিগ ব্যাশের দ্বিতীয় মৌসুমে ব্রিসবেন হিটের হয়ে খেলেছিলেন মান্ধানা। তবে সেবার ইনজুরির কারণে পুরো মৌসুম খেলতে পারেন নি এই ভারতীয়। এসিএল ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাঁকে।

উইমেন্স বিগ ব্যাশের পর্দা উঠবে ডিসেম্বরের ১ তারিখ। উদ্বোধনী দিন প্রথম ম্যাচেই পার্থ স্কোরচার্সের বিপক্ষে ম্যাচ দিয়েই বিগ ব্যাশের মৌসুম শুরু করবে মান্ধানা এবং তাঁর দল হোবার্ট হ্যারিকেন্স।