বাংলাদেশ- জিম্বাবুয়ে সিরিজ

ব্যাটিং ব্যর্থতার জবাব দিচ্ছেন বোলার তাইজুল

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:42 রবিবার, 04 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে ছয় উইকেট শিকার করা বোলার তাইজুল ইসলামের পারফর্মেন্স ঢাকা পড়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে। সিলেট টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে রয়েছে ব্যাকফুটে। 

আর ব্যাটসম্যানরা কেন প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন সেটার উত্তর জানিয়েছেন বোলার তাইজুল। স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা এই স্পিনার অবশ্য দলের ব্যাটসম্যানদের পক্ষে সাফাই গেয়েছেন। তাঁর মতে ক্রিকেটে এমন দিন আসতেই পারে।

অথচ শেষ সাত ইনিংসে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কোন ইনিংসে পার করতে পারেন নি ২০০'র উপর রান। তবে তাইজুল মনে করেন, ব্যাটসম্যানরা যে আগে ভালো করে এমন কিন্তু নয়। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান,

'সমস্যাটা কোথায় এটা আসলে বলতে গেলে বলব, আমাদের ব্যাটসম্যানরা যে এর আগে ভাল করে নাই এমন নয়। হয়তো হঠাৎ করেই এমনটা হচ্ছে। ক্রিকেটে এমন দিন আসে। আমরা চেষ্টা করব সামনে ভাল করার।' 

এদিকে উইন্ডিজদের মাটিতেও টেস্ট সিরিজে ব্যাটসম্যানরা ব্যর্থতার প্রমাণ দিয়েছিলেন। সেখান থেকেই কি দলে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে? কিন্তু তাইজুল জানালেন ভিন্ন কথা। দলের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। 

সেই সঙ্গে এখনও ঘুরে দাঁড়ানোয় সময় রয়েছে বাংলাদেশ দলের। বাঁহাতি এই স্পিনার আত্মবিশ্বাস খোঁজার চেষ্টা করেছেন উইন্ডিজ সফরের আগে বাংলাদেশ দলের পারফর্মেন্স থেকে। তাইজুল আরও জানান, 

'না এমন কিছু না। আমাদের ব্যাটসম্যান-বোলারদের কথা যদি বলেন, এখানে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টের ব্যর্থতার আগেও আমরা বড় বড় দলকে হারিয়েছি। আর দুই একটা সিরিজ এমন হতেই পারে। আর ম্যাচ যে শেষ হয়ে গেছে তাও কিন্তু না। এখনও আরও অনেক সময় আছে এই ম্যাচে'। 

শুরুতে টপ অর্ডার ব্যর্থ হওয়ার কারণে নীচের সারির ব্যাটসম্যানরা সুযোগ পান নি উইকেটে থিতু হওয়ার। সেই সঙ্গে দ্বিতীয় দিনটি বোলারদের পক্ষে ছিল বলেও জানিয়েছেন তাইজুল। তাঁর ভাষায়,

'না অতি আত্মবিশ্বাসের মত কিছু ছিল না। ক্রিকেটে এমন হয়, কিছু দিন আসে যেদিনটা আমাদের পক্ষে যাবে না। হয়তো আমাদের প্রথমে দুইটি উইকেট পড়ে যাওয়ার পর এমন হয়েছে।'