বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

'নয়নাভিরাম' সিলেটে গর্জে ওঠার অপেক্ষায় টাইগাররা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 17:18 শুক্রবার, 02 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট দিয়েই আগামীকাল নতুন যুগে পা রাখতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই ম্যাচের মাধ্যমেই দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে মাঠটি।  

চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্যে ভরপুর এই মাঠে এর আগে শুধুমাত্র আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হলেও এবার প্রথমবারের মতো দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় রয়েছে হাজারো সিলেটবাসীও। 

এদিকে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত এই ম্যাচে স্বাভাবিকভাবেই ফেভারিটের কাতারে থাকছে বাংলাদেশ। কেননা সফল একটি ওয়ানডে সিরিজ কাটিয়ে আসার পর বর্তমানে আত্মবিশ্বাসের পারদ অনেকটাই উঁচুতে তাদের। 

তার ওপর এই ম্যাচ দিয়েই দীর্ঘ এগার মাস পর টেস্ট ক্রিকেটে পা রাখতে যাচ্ছে জিম্বাবুয়ে। সাদা পোশাকে অনেকদিন ধরে অনুপস্থিত থাকাটা যে তাদের খেলাতেও প্রভাব ফেলবে তা অনেকটা হলফ করেই বলা চলে।  

শুধু তাই নয়, র‍্যাংকিংয়েও সফরকারীদের থেকে এগিয়ে আছে টাইগাররা। বর্তমানে মাত্র ২ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান জিম্বাবুয়ের। যেখানে ৬৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে বাংলাদেশ। 

অবশ্য এত কিছুর পরেও জিম্বাবুইয়ান অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা আস্থা হারাননি নিজের দলের প্রতি। বরঞ্চ সিলেটের মাঠে দারুণভাবে জ্বলে ওঠার প্রত্যয়ই ফুটে উঠেছে তাঁর কণ্ঠে। সফরকারী দলের অধিনায়ক বলেছেন, 'আমরা দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট খুব বেশি খেলি না। আমরা আসলেই এর গুরুত্ব অনুধাবন করতে পারছি। আমরা জ্বলে ওঠার অপেক্ষায় আছি।' 

আগামীকালের এই ম্যাচটি অবশ্য একটি পরীক্ষা হিসেবেও বিবেচিত হচ্ছে টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে। কেননা এই টেস্ট দিয়ে আবারও অধিনায়ক হিসেবে আবির্ভূত হতে দেখা যাবে তাঁকে। 

এর আগে চলতি বছরই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলকে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিজেকে একজন যোগ্য অধিনায়ক হিসেবে প্রমাণ করার মিশনে নামবেন এই অলরাউন্ডার।   

এদিকে আগামীকালের ম্যাচটির একাদশ নিয়ে কিছুটা ইঙ্গিত অবশ্য দিয়ে রেখেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ। সংবাদ সম্মেলনে জানিয়েছেন একাদশে দুই পেসার এবং তিন স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে তাঁদের। যদিও এর সবই নির্ভর করছে সিলেটের উইকেটের ওপর। রিয়াদ বলেছেন,  'আমরা দুই পেসার, দুই স্পিনার বা তিন স্পিনার ও এক পেসার নিয়েও খেলতে পারি। এখনও নিশ্চিত না, কাল উইকেট দেখে নিশ্চিত হব।'  

এক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় থাকতে পারেন প্রথমবারের মতো টেস্টে ডাক পাওয়া ২৬ বছর বয়সী ডান হাতি পেসার খালেদ আহমেদ। এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০টি ম্যাচে ৪৮টি উইকেট শিকার করা এই বোলার লিস্ট 'এ' ক্রিকেটেও ঝলক দেখিয়েছেন।

এখন পর্যন্ত ২২টি লিস্ট 'এ' ম্যাচে ৩৪টি উইকেট শিকার করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে বল হাতে নিয়মিত পারফর্ম করার সুবাদে এবার জাতীয় দলেও জায়গা মিলেছে তাঁর।

ধারণা করা যাচ্ছে তিন পেসার খেলানো হলে জায়গা মিলতে পারে খালেদের। এছাড়াও তিন স্পিনার খেলানো হলে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের সাথে থাকতে পারেন নাজমুল ইসলাম অপু।

পিচ এবং কন্ডিশনঃ 

সিলেটের এই মাঠে এখন পর্যন্ত ৮টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হলেও টেস্ট কিংবা ওয়ানডে হয়নি। সুতরাং আগামীকাল টেস্টের উইকেট কিরূপ হবে সেটি ধারণা করা বেশ কঠিনই বলা চলে।

তবে টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের আজকের বক্তব্য অনুযায়ী কিছুটা ঘাস থাকতে পারে উইকেটে। পাশাপাশি শুকনোও থাকবে  আজ সকালে উইকেট দেখার পর এমনটাই জানিয়েছিলেন তিনি সংবাদ সম্মেলনে। রিয়াদ বলেছিলেন,  

'আজ সকালে উইকেট দেখেছি। আগামীকাল সকালেও দেখব। কিছুটা ড্রাই আছে এই মুহূর্তে। মাঝে কিছু ঘাস রয়েছে। তবে এই মুহূর্তে আমরা খুব একটা নিশ্চিত করে কিছু বলতে পারছি না।' 

নজর থাকবে যাদের ওপরঃ

বাংলাদেশ- 

মমিনুল হক- জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত মোট ৪টি টেস্ট খেলেছেন মমিনুল হক। এই ৪ ম্যাচে ৫৩.২৮ গড়ে তাঁর সংগ্রহ ৩৭৩ রান। যেখানে হাঁকিয়েছেন ১টি শতক এবং ২টি অর্ধশতক।

তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ১৩১ রানের। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ খেলা টেস্টে এই ইনিংস খেলেন মমিনুল। সুতরাং আগামীকালের ম্যাচেও তাঁর প্রতি প্রত্যাশা থাকবে দলের।  

তাইজুল ইসলাম- সফরকারীদের বিপক্ষে মাত্র ৩টি টেস্ট খেলেছেন টাইগার স্পিনার তাইজুল স্পিনার। তবে এতেই দেখিয়েছেন তাঁর স্পিন ভেলকি। এখন পর্যন্ত ৬ ইনিংসে মোট ১৭টি উইকেট শিকার করেছেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে। 

যেখানে তাঁর ইকোনমি রেট মাত্র ২.৮৫। আগামীকালের ম্যাচে একাদশে থাকলে আরও একবার নিজের বোলিং ঝলক দেখাতে চাইবেন তাইজুল নিঃসন্দেহে।  

জিম্বাবুয়ে- 

ব্র্যান্ডন টেইলর- বাংলাদেশের বিপক্ষে টেস্টে দারুণ ব্যাটিং গড় জিম্বাবুইয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলরের। এখন পর্যন্ত টাইগারদের বিপক্ষে ৮টি টেস্ট খেলে ৬১ গড়ে তাঁর সংগ্রহ ৭৯৩ রান।

যেখানে তিনি হাঁকিয়েছেন ৩টি শতক এবং ২টি অর্ধশতক। বাংলাদেশের বিপক্ষে দলকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আগামীকাল টেইলরের দায়িত্বও থাকবে অনেক বেশি।

কাইল জার্ভিস- জিম্বাবুয়ের এই পেসার এখন পর্যন্ত ১০টি টেস্টে ৩৬ উইকেট শিকার করেছেন। যেখানে বাংলাদেশের বিপক্ষেই তাঁর শিকার ১৪টি উইকেট। মোট ৩টি টেস্ট ম্যাচে টাইগারদের বিপক্ষে জার্ভিস নিয়েছেন ১৪টি উইকেট। যেখানে তাঁর ইকোনমি রেট মাত্র ৩.৮০। 

আবহাওয়া- আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সিলেটের আকাশ থাকবে কিছুটা কুয়াশাচ্ছন্ন। তবে দিন গড়ানোর সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে উঠবে বলে ধারনার করা যাচ্ছে।  

বাংলাদেশ স্কোয়াড-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন দাস, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও আবু জায়েদ।

জিম্বাবুয়ে স্কোয়াড- 

হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চেরি, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্র্যান্ডন মাভুটা, জন নিম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপফু।